Headlines

নূন্যতম যোগ্যতা থাকলেই ৬০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে সরকার! জেনে নিন কিভাবে করবেন আবেদন?

আমার বাংলা ডেস্ক : দু:স্থ ছাত্রছাত্রীদের সামনে বিরাট সুযোগ এনে দিচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মেধাবী ছাত্রদের সহায়তা করার জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM) চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

SVMCM স্কলারশিপ 2023-এর মাধ্যমে উচ্চ শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এই প্রতিবেদনটিতে শিক্ষার্থীদের SVMCM এ আবেদন পদ্ধতি, যোগ্যতা, ডকুমেন্টস, ফর্ম এবং শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। এছাড়াও যদি তাদের পারিবারিক আয় বার্ষিক 2,50,000 বা তার কম হয় তাহলে যোগ্য আবেদন কারীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 এ রেজিস্ট্রেশন করতে পারবে।

তো কিভাবে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে , আবেদন করার শেষ তারিখ কত, ওখানে আবেদন করতে কি কি যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে, কি কি ডকুমেন্টস জমা করতে হবে।

এগুলি সমস্ত কিছু ভালোভাবে জানতে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে আসা করছি আপনারাও সঠিক ভাবে এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন। কোনো প্রকার সমস্যা হবে না।

অনলাইন আবেদনের তারিখ :

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 আবেদন প্রক্রিয়ার সময়সূচী জানতে নীচে দেওয়া টেবিলটি ভালো করে দেখুন।

আবেদনের প্রকার আবেদন শুরু তারিখ আবেদন শেষ তারিখ
নতুন আবেদন (শুধুমাত্র 11 শ্রেণী) 12 জুলাই, 2023 ঘোষণা করা হবে
SVMCM রেনুয়াল (শুধুমাত্র 12 শ্রেণী) 12 জুলাই, 2023 ঘোষণা করা হবে
ফ্রেশ কন্যাশ্রী (K3) আবেদন ঘোষণা করা হবে ঘোষণা করা হবে

 

শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট – svmcm.wbhed.gov.in– এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারে। অনলাইন আবেদনের জন্য SVMCM সময়সূচী সহ পুরো SVMCM আবেদন প্রক্রিয়া নীচে দেওয়া হলো।

কিভাবে করবে আবেদন?

• Step-1: আবেদনকারীদের SVMCM (http://svmcm.wbhed.gov.in) এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে।

• Step-2: SVMCM রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পরে একটি লগইন আইডি তৈরি করা হবে। এই আইডি লগইন করতে এবং সম্পূর্ণ SVMCM এর আবেদন ফর্ম পূরণ করতে কাজে লাগবে। এছাড়াও, ছবি এবং স্বাক্ষরের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।

• Step-3: SVMCM আবেদন ফর্ম জমা দেওয়ার পরে, স্ক্রিনে ‘স্ক্যান করা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড’ পৃষ্ঠাটি প্রদর্শিত হবে। এরপর শিক্ষার্থীদের নথি আপলোড করতে হবে।

• Step-4: ডকুমেন্টগুলি সফলভাবে আপলোড করার পরে, ভিউ মোডে পুরো আবেদনপত্রটি চেক করবেন এবং তারপর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘সাবমিট বাটন ‘-এ ক্লিক করবেন।

আবেদনকারীরা এপ্লিকেশন সাবমিট করে দেওয়ার পরে তাদের আবেদনপত্রটি আর এডিট করতে পারবেন না। যদি SVMCM এপ্লিকেশনটি জমা দেওয়ার পরে কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়,

তাহলে আবেদনকারীরা তাদের আবেদনপত্র আনলক করার জন্য সংশ্লিষ্ট HOI/DI-এর সাথে যোগাযোগ করতে পারেন।

তারপরে, SVMCM স্কলারশিপ আবেদনপত্রে পরিবর্তন করা যেতে পারে এবং ফর্মটি আবার জমা দেওয়া যেতে পারে।

কোর্স  নম্বর %  বার্ষিক 
একাদশ ও দ্বাদশ শ্রেণী  60% মার্কস দরকার নতুন আবেদনের জন্য  12000/- 
কলেজ – কলা বিভাগ (BA)  60% মার্কস দরকার নতুন আবেদনের জন্য  12000/- 
কলেজ – বানিজ্য বিভাগ (BCom)  12000/- 
কলেজ – বিজ্ঞান বিভাগ (BSc)  18000/- 
অনান্য UG কোর্স (BCA, BBA)  18000/- 
বিশ্ববিদ্যালয় (কলা বিভাগ)  50% মার্কস (বিবেকানন্দ স্কলারশিপ)
45% কন্যাশ্রী (K3 applicants)  
24000/- 
বিশ্ববিদ্যালয় (বানিজ্য বিভাগ)  24000/- 
বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান বিভাগ)  30000/- 
অনান্য PG কোর্স  30000/- 
পলিটেকনিক (Diploma)  60% মার্কস দরকার নতুন আবেদনের জন্য  18000/- 
মেডিকেল কোর্স (ডাক্তারী ডিগ্রী)  60000/- 
Bsc নার্সিং (westbengal)  60000/- 
B.Pharm – ফার্মাসি কোর্স (westbengal)  60000/- 
GNM Nursing, D.Pharm, Diploma Paramedical  18000/- 
Engineering Courses (ইঞ্জিনিয়ারিং)
UG, PG & Other Courses (AICTE Approved) 
UG: 60% in HS 
PG: 50% in Graduation AICTE approved institute 
60000/- 

 

কী কী ডকুমেন্টস লাগবে?

• মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষার মার্কশিট (উভয় দিক)।

• গত বছরের পরীক্ষার মার্কশিট [ বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয়/কলেজ ] (উভয় দিক)

• ভর্তির রশিদ।

• পরিবারের আয়ের শংসাপত্র (কন্যাশ্রীর জন্য প্রযোজ্য নয়)।

• আধার আইডি/ভোটার আইডি/রেশন কার্ড/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শংসাপত্র হিসাবে আবাসিক শংসাপত্র।

• ব্যাঙ্ক পাসবুকের স্ক্যান কপি (1ম পৃষ্ঠা, A/C নম্বর এবং IFSC সহ)।

 

রেনুয়াল করতে কোন কোন ডকুমেন্টস লাগবে?

• বর্তমান পড়াশোনার শেষ পরীক্ষার মার্কশিটের কপি। (উভয় দিক এবং সেমিস্টার পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে, উভয় সেমিস্টারের মার্কশিট)।

• পরবর্তী উচ্চ শ্রেণীতে ভর্তির রশিদ।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে গেলে কী যোগ্যতা থাকা আবশ্যক?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করতে ইচ্ছুক ছাত্রদের এই স্কিমের জন্য আবেদন করার যোগ্যতা আছে কিনা তা পরীক্ষা করার জন্য নীচে দেওয়া SVMCM যোগ্যতার মানদণ্ডটি ফলো করুন।

• আবেদনকারীকে ক্লাস 11 এবং ক্লাস 12 বা এর থেকে উপরের ক্লাসের রেগুলার শিক্ষার্থী হতে হবে।

• আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের (বিজ্ঞান, কলা, বাণিজ্য, প্রকৌশল, চিকিৎসা এবং কারিগরি/পেশাগত কোর্স) এর মধ্যে সাবজেক্ট থাকতে হবে।

• পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের (বিজ্ঞান/কলা/বাণিজ্য ও কারিগরি/ব্যবস্থাপনা) এর মধ্যে সাবজেক্ট থাকতে হবে।

• ছাত্রদের অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষে পাস করতে হবে।

• ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন/ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন/মাদ্রাসা এডুকেশন ফর হায়ার সেকেন্ডারি লেভেল বা স্নাতক স্তরের স্কলারশিপ থেকে শেষ পরীক্ষায় মোট 60% নম্বর (আগের বছরের পাসআউট প্রার্থীদের জন্য 75%) থাকতে হবে।

• AICTE দ্বারা অনুমোদিত এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপের জন্য WBSCT&VE&SD-এর সাথে অনুমোদিত ইনস্টিটিউটগুলি থেকে ডিপ্লোমা কোর্সে মোট 60% নম্বর (পার্শ্বীয় এন্ট্রির মাধ্যমে ২য় বর্ষের ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি/ফার্মেসি কোর্সে) অথবা স্নাতক স্তরের স্কলারশিপের জন্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি দ্বারা অনুমোদিত থাকতে হবে।

• পিজি লেভেল স্কলারশিপ (সাধারণ শিক্ষা) এর জন্য যেকোনো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক এ (সম্মান বিষয়) মোট 53% নম্বর / পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপের জন্য পশ্চিমবঙ্গের AICTE অনুমোদিত ইনস্টিটিউট থেকে স্নাতক কোর্সে 55% নম্বর (ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি) / ফার্মেসি) থাকতে হবে।

• রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে এম.ফিল কোর্স এবং ডক্টরাল কোর্স (নন-নেট জুনিয়র রিসার্চ ফেলো এবং নেট-লেকচারারশিপ) অনুসরণকারী শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবে।

• মোট 45% নম্বরের সাথে UG ডিগ্রি পাওয়ার পরে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি থেকে পিজি ডিগ্রি অর্জনকারী মেয়েরা কন্যাশ্রী (K3) আবেদনকারী হিসাবে বৃত্তি প্রকল্পটি পেতে পারে।

• সকল প্রার্থীদের অবশ্যই বার্ষিক পারিবারিক আয় 2,50,000/- বা তার নিচে থাকতে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ FAQ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্মন্ধে গুগলে সার্চ করা সমস্ত প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক করতে আপনারা SVMCM এর অফিসিয়াল সাইটে চলে আসবেন। এরপর “Applicant Logain” অপশনটিতে ক্লিক করে আপনাদের সঠিক Applicant Id এবং Password টাইপ করে লগইন করলেই, এপ্লিকেশন স্টেটাস দেখতে পাবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ক্লাস 11 এবং 12 এর নিয়মিত অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা, এছাড়াও আন্ডার গ্রাজুয়েট এর ছাত্র ছাত্রীরা, পোস্ট গ্রাজুয়েট এর ছাত্র ছাত্রীরা সবাই পাবে। শুধুমাত্র এই স্কলারশিপ এ এলিজিবল হতে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা দেওয়া হয়?

একাদশ ও দ্বাদশ শ্রেণী ১২,০০০ টাকা। আন্ডার গ্রাজুয়েট (Arts & Commerce) ১২,০০০, কিন্তু (Science) বিভাগ ১৮,০০০ টাকা পাবে। এরপর ইঞ্জিনিয়ারিং/মেডিকেল/নার্সিং এর ডিপ্লোমা (Polytecnic, Diploma) করলে ১৮,০০০ টাকা।

আর ডিগ্রি কমপ্লিট করলে ৬০,০০০ টাকা। তারপর পোস্ট গ্রাজুয়েশন কোর্সে (MA, MSc, Mcom) দের ২৪,০০০ থেকে ৩০,০০০ টাকা দেওয়া হয়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 Last Date

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩ এর আবেদন করার শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩। তাই সময় থাকতে এখুনি আবেদন করুন। SVMCM এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল কিভাবে করবেন?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রেনুয়াল করতে শুধুমাত্র ২ টি ডকুমেন্টস লাগবে। যেমন – বর্তমান পড়াশোনার শেষ পরীক্ষার মার্কশিটের কপি এবং পরবর্তী উচ্চ শ্রেণীতে ভর্তির রশিদ। SVMCM রেনুয়ালের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩।

কোথায় পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন করা যাই। তাই আপনি SVMCM এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Registration’ বাটনে ক্লিক করে, আপনার মোবাইল নম্বর এবং ইমেইল id দিয়ে রেজিস্ট্রেসন করবেন।

Leave a Reply