Headlines

রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ! যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, কিভাবে করবেন আবেদন?

রাজ্যের একটি জেলা আদালতে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে পারবে কেবল মাত্র যেখান থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান কার স্থায়ী বাসিন্দারা।

তবে আবেদন করার আগে (WB District Court Recruitment 2023) জেনে নিতে হবে এটা কিন্তু একটি অস্থায়ী কাজ। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থা  District Legal Services Authority,District Judge’s Court Complex, Kalimpong 
পদের নাম  P.A/ Stenographer 
মোট শূন্যপদ  নিচে উল্লেখ করা আছে 
আবেদন মাধ্যম  অফলাইনে 
আবেদন শেষ  ১৬.১০.২০২৩ 

 

১) যে পদে নিয়োগ করা হবে  – P.A/ Stenographer

২) এখানে ০১ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন :

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য এখানে প্রার্থীদের বয়স লাগছে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। তবে (WB District Court Recruitment 2023) আবেদন করার আগে অবশ্যই বয়সের হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

২) আপনারা যদি এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৩,৫০০/- টাকা হবে।

কিরকম শিক্ষাগত যোগ্যতা দরকার?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তার সাথে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে এছাড়া কম্পিউটার ও প্রিন্টার অপারেটিং এর বিশেষ জ্ঞান থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে?

districts.ecourts.gov.in/kalimpong পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (WB District Court Recruitment 2023)

এখানে নিয়োগ প্রক্রিয়া অনেকগুলি ধাপের মাধ্যমে, সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর (WB District Court Recruitment 2023) স্টেনোগ্রাফার টেস্ট ও পরবর্তীকালে কম্পিউটার অপারেটর টেস্ট এবং সর্বশেষ ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন ফি কত?

এখানে আবেদন (WB District Court Recruitment 2023) করতে অবশ্যই আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনমূল্য কি আছে সেটা জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করুন।

আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট, যদি থাকে
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়া আরো অন্যান্য,

কিভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB District Court Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় জমা (WB District Court Recruitment 2023) করতে হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট : http://districts.ecourts.gov.in/kalimpong

Leave a Reply