Headlines

ধামাকা অফার! ঐক্যশ্রী স্কলারশিপে বছরে ১৬০০০ টাকা পাবে পড়ুয়ারা! কিভাবে করবেন আবেদন?

আমার বাংলা ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যর ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুযোগ। ছাত্র-ছাত্রীর কথা মাথায় রেখে বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। তেমনি রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ যা তাদের উৎসাহিত করবে। রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য যে কয়টি স্কলারশিপ চালু করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হলো ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship 2023)।

১. ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে আবেদন করবে?

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা কলেজের বিভিন্ন পরীক্ষায় পাশ করছে এবং পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা ঐক্যশ্রী স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন, http://wbmdfcscholarship.org/ রাজ্য সরকারের সংখ্যালঘু বিভাগ এবং অর্থ নিগম দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য এই ঐক্যশ্রী প্রকল্প চালু করা হয়েছে।

২. এই স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

প্রথম – দশম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রীরা একটি ক্লাস পাস করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছেন , তারা প্রত্যেক বছরে ১,১০০ টাকা – ১১ হাজার টাকা পর্যন্ত পাবে সরকারের তরফ থেকে। এই বিভাগে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগেরস্তর পর্যন্ত স্কলারশিপ হিসেবে ভাগ করা হয়েছে।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন, এমফিল ইত্যাদি করছেন , তারা প্রত্যেক বছরে ১০,২০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত পাবেন সরকারের তরফ থেকে। এই বিভাগে পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ বিভাগের অন্তর্গত করা হয়েছে।

৩. কারা আবেদন করতে পারবে?

রাজ্যের সংখ্যালঘু পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ চালু করেছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন এবং অর্থ নিগম দপ্তর(WBMDFC)। সংখ্যালঘু পড়ুয়া, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, পার্সি এবং জৈন পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে। এই স্কলারশিপ প্রোগ্রামে সংখ্যালঘু পড়ুয়া ছাড়া অন্য কোন পড়ুয়ারা আবেদন করতে পারবেন না।

৪. আবেদনকারীর যোগ্যতা কী?

প্রি-ম্যাট্রিক বিভাগে প্রথম শ্রেণী – দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এবং পোস্ট ম্যাট্রিক বিভাগের উচ্চ মাধ্যমিক ,আইটিআই ,ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েশন ,গ্রাজুয়েশন, এমফিল ইত্যাদি বিষয়ে যারা পাঠরত, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

পূর্ববর্তী পরীক্ষায় প্রার্থীকে অবশ্যই নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় এর পরিমাণ ২ লক্ষ টাকার কম হতে হবে। তবেই আবেদন করা যাবে। যিনি এই স্কলারশিপের জন্য আবেদন করছেন, তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৫. আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে?

স্কলারশিপ এর জন্য আবেদন করছেন তার শেষ পরীক্ষার মার্কশিট, যেখানে নূন্যতম ৫০ শতাংশ নম্বর রয়েছে, মাধ্যমিক পাস করার পর আবেদন করতে গেলে মাধ্যমিক এর এডমিট কার্ড, ক্লাসে ভর্তির রসিদ, পারিবারিক ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাস বইয়ের জেরক্স, বসবাসের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি। এই ডকুমেন্ট গুলো দরকার হবে স্কলারশিপে আবেদন করার জন্য।

৬.কিভাবে করবেন আবেদন ?

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে গেলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে http://wbmdfcscholarship.org/ প্রার্থীর একটি মোবাইল নম্বর এবং email আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।

৭. ঐক্যশ্রী স্কলারশিপ এর স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

West Bengal Minorities’ Development & Finance Corporation (WBMDFC) -এর অফফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ঐক্যশ্রী স্কলারশিপ এর স্ট্যাটাস চেক করা যাবে, http://wbmdfcscholarship.org/ এতে রাজ্যের ছাত্র – ছাত্রীদের অনেক সুবিধা হবে।

Leave a Reply