Headlines

LIC-র প্রিমিয়াম দিতে পারছেন না? তাহলে কী বন্ধ হয়ে যাবে পলিসি? জানুন সঠিক তথ্য

যে কোনও বিমা পলিসিতে কভার পাওয়া যাবে কি না, সেটা নির্ভর করে সেই ব্যক্তি সময়ে বিমার প্রিমিয়াম পরিশোধ করেন কি না, তার উপর। এলআইসি পলিসির ক্ষেত্রেও একই কথা খাটে।

ভারতে, ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) দ্বারা নির্ধারিত নির্দেশিকা অনুসারে, সমস্ত জীবন বিমা পলিসিগুলিকে একটি বিশেষ সময়সীমা, সাধারণত অর্থপ্রদানের নির্ধারিত তারিখ থেকে ৩০ দিন মেনে চলতে হয়৷ বিমা কোম্পানিগুলি জানে যে বিমাকৃত ব্যক্তি সবসময় নির্ধারিত তারিখের আগে প্রতিবার প্রিমিয়াম দিতে সক্ষম নাও হতে পারে।

এই কারণেই প্রায় প্রতিটি বিমা পলিসি একটি গ্রেস পিরিয়ড অফার করে। গ্রেস পিরিয়ডের মধ্যে প্রিমিয়াম জমা না দিলে পলিসি ল্যাপস হয়ে যাবে। এই পরিস্থিতিতে বকেয়া সমস্ত প্রিমিয়াম এবং নির্ধারিত সুদ জমা করে পলিসিকে ফের পুনরুজ্জীবীত করা যায়। তবে সবটাই বিমা কোম্পানির হাতে। পলিসি পুনরুজ্জীবন করার সময় বিশেষ প্রতিবেদন সহ মেডিকেল রিপোর্টের খরচ, যদি থাকে, বিমাকারী ব্যক্তিকেই বহন করতে হবে।

মাথায় রাখতে হবে, যদি পলিসিধারী ৩ বছর প্রিমিয়াম শোধ করেন এবং তারপর বন্ধ করে দেন এবং বন্ধ করে দেওয়ার তারিখ থেকে ৬ মাসের মধ্যে বিমাকারীর মৃত্যু হয় তাহলে সুদ সহ বকেয়া প্রিমিয়ামের টাকা কেটে নিয়ে বাকিটা পলিসি হোল্ডারকে দেওয়া হবে।

আর যদি পলিসিধারী ৫ বছর প্রিমিয়াম দেওয়ার পর বন্ধ করে দেন এবং বন্ধ করে দেওয়ার তারিখ থেকে ১২ মাসের মধ্যে বিমাকারীর মৃত্যু হয় তাহলে পরিশোধ না করা প্রিমিয়াম সুদ সহ কেটে নেওয়ার পর পলিসির অর্থ বিমাকারীকে দেওয়া হবে।

Leave a Reply