বর্তমান সময়ে দাঁড়িয়ে মধ্যবিত্ত পরিবারের আয় খরচের তুলনায় অনেকটাই কম। তাই চাকরির পাশাপাশি নিজস্ব ছোট খাটো একটি ব্যবসার (Small Business) মাধ্যমে আয়ের ইচ্ছা সকলেরই রয়েছে। তাছাড়া আগে ব্যবসা করতে হলে অনেক সমস্যা দেখা যেন, যেমন কি ব্যবসা করা উচিত? কি ভাবে শুরু হবে? কোথা থেকে জিনিসপত্র কেনা হবে আর কিভাবে সেটা বিক্রি হবে? তবে এখন প্রযুক্তির যুগে সব তথ্যই হাতের মুঠোয়।
আপনি যদি ২০২৪ সালে দাঁড়িয়ে ব্যবসার উপায় (Small Business Ideas) খুঁজছেন তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে ২০২৪ সালের সেরা ১০টি Business Idea সপর্কে জানাবো আপনাদের। কেউ ব্যবসাগুলি মাত্র ১০ হাজার টাকা পুঁজি দিয়েও শুরু করা হয়।
কম পুঁজির ব্যবসা হলেও এই ব্যবসা লাভবান হবে শুরু থেকেই। তাছাড়া এতে আপনার আয়ও ক্রমশ বাড়বে। কি সেই ব্যবসা? কিভাবে করবেন? সমস্তটাই রইল একেবারে সহজ বাংলায় আপনাদের জন্য।
1. পণ্য সামগ্রী বিক্রির ব্যবসা / Retail Businesss
নিত্যপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমি বা আপনি প্রতিদিন ব্যবহার করি তার চাহিদা কোনোদিনই কমবে না। এমন কিছু জিনিসের দোকান দিলে সেই ব্যবসা যেমন কম পুঁজিতে শুরু হবে তেমনি শুরুর দিন থেকেই লাভজনকও হবে। তাই আপনিও চাইলে দোকানে পণ্য সামগ্রীর ব্যবসা শুরু করতেই পারেন।
যদি বাড়ি রাস্তার ধারে হয় বা কমে দোকান ভাড়া পেয়ে যান তাহলে জামা কাপড় থেকে শুরু করে যেকোনো দ্রব্যের বিক্রির দোকান খুলতে পারেন। তাতে করে অন্তত পক্ষে বেশ কিছু টাকা যায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে যেখানে দোকান দেবেন সেখানে কোন জিনিসের চাহিদা বেশি আর সহজলভ্যতা কতটা সেগুলো অবশ্যই দেখে নিতে হবে।
আরও পড়ুনঃ দুধের ব্যবসা করতে চান? কিভাবে শুরু করবেন? বিক্রি কিভাবে করবেন, রইল যাবতীয় খুঁটিনাটি
2. Wedding Planner
বর্তমানের ভাইরাল আর সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই চায় একটা মনে রাখার মত অনুষ্ঠান করে বিয়ে করতে। কিন্তু বিয়ের হাজারো রকম জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে ওঠেন অনেকেই। এই মুশকিল আসান করলেই লক্ষীলাভ হতে পারে আপনার। নামমাত্র পুঁজির এই ব্যবসায় যেমন টাকা আয় হবে তেমনি নামও হবে বেশ।
মূলত ডেস্টিনেশন ওয়েডিং বা জাঁকজমকপূর্ণ বিয়ের ক্ষেত্রে বিবাহ পরিকল্পনাকারীদের খোঁজ পরে। বর্তমানে ভালো Wedding Planner এর চাহিদাও রয়েছে তুঙ্গে। তাই আপনার যদি এই ব্যাপারে দক্ষতা থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে আপনিও একজন Wedding Planner হয়ে যেতেই পারেন।
3. সৌরশক্তি চালিত প্রোডাক্টের ব্যবসা / Solar Business
প্রতিদিন শক্তির চাহিদা বাড়তেই থাকছে, তবে যোগান মিলছে না। বিশেষ করে গরমের সময়েই ব্যাপক লোড শেডিংয়ের সমস্যার সম্মুখীন হচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। এক্ষেত্রে সোলার প্যানেল দুর্দান্ত প্রতিকার হতে পারে। আর এই Solar Business যদি আপনি এখন শুরু করতে পারেন তাহলে ভালো ইনকাম হবে গ্যারেন্টি!
সোলার প্যানেল, সোলার কুকার থেকে শুরু করে সোলার ফ্যানের মত একাধিক প্রোডাক্ট সাধারণ মানুষের জন্য বাজারে উপলব্ধ রয়েছে। আপনি সেগুলির ডিস্ট্রিবিউটরশীপ নিয়ে নিতে পারেন বা নিজেই একজন দোকানদার হয়ে সোলার প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
সোলার প্যানেলের ক্ষেত্রে সেগুলোকে পরিষ্কার রাখার জন্য প্রতিবছর মেন্টেনেন্স সার্ভিস দেওয়া যেতে পারে। এভাবে Solar Products Business করতে পারলে ভালোরকম অর্থ উপার্জন করা যাবে।
4. টিফিন ব্যবসা / Tiffin Service or Tiffin Business
বাঙালি মানে যে খাদ্যরসিক সেটা আলাদা করে বলার প্রয়োজন হয় না। তাছাড়া প্রত্যেকেই ভালো খাবার খেতে চায়। তবে অনেকেই কর্মস্থলে ভালো খাবার বা টিফিন পান না। এই সমস্যার সমাধান ঘটিয়ে যদি আপনি ন্যায্য দামে ভালোমানের টিফিন সরবরাহ করেন বা একটি ছোট খাবারের দোকান দেন তাহলে সেটা থেকেই ভালো যায় হয়ে যাবে।
পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র ছোটখাটো এমন অনেক টিফিন সেন্টার রয়েছে। তবে এত দোকান হওয়ার পরেও ভালো খাবারের দোকানে ভিড় কিন্ত লেগেই। বিশেষ করে আপনি যদি একজন গৃহিনী হন বা রান্না করতে ভালোবাসেন তাহলে এই ব্যবসা আপনার জন্যই।
5. মোবাইল রিপেয়ারিং এর ব্যবসা / Mobile Repairing Business
একসময় বাড়িতে হয়তো একটা ফোন থাকত, তবে এখন সেসব অতীত। সবার হাতেই রয়েছে স্মার্টফোন, এমনকি কেউ কেউ তো দুটো ফোন ব্যবহার করেন। যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে কাজের অঙ্গ হয়ে গিয়েছে এই ফোন। তাই কোনো সমস্যা হলেই তড়িঘড়ি সকলে ছোটেন মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে।
আজকাল স্বল্প মূল্যেই বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স করা যায়। ৩-৬ মাসের মধ্যেই নূন্যতম মোবাইল রিপেয়ারিং শিখে নেওয়া যায়। চাইলে পড়াশোনা শেষে চাকরির ফাঁকে যদি এই কোর্স করে ফেলতে পারেন তাহলেই নিজের ছোট্ট একটি দোকান থেকেও মাসে ১০০০০-২০০০০ টাকা যায় করা যেতে পারে অনায়াসে।
এই ছিল আমাদের মতে ৫টি সেরা ব্যবসার আইডিয়া যেগুলি ২০২৪ এ দাঁড়িয়ে ভালো চলতে পারে। অবশ্য এর উদাহরণ আপনারা নিজেদের আশেপাশে দেখলেই পেয়ে যাবেন। তাই আপনিও যদি নিজের ব্যবসা খুলতে চান সেক্ষেত্রে এই ব্যবসাগুলির মধ্যে একটি বেছে নিতেই পারেন। আগামী দিনে আরও বিশদে প্রতিটি ব্যবসার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা হবে। সেই আপডেট পেতে অবশ্যই আমাদের পেজ ফলো করে নেবেন।