নভেম্বরেও হবে না WBCS পরীক্ষা! ঘোষণা PSC-র! মাথায় বাজ চাকরিপ্রার্থীদের

পিএসসির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে।নভেম্বর মাসে আয়োজিত হওয়ার কথা ছিল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা (WBCS) ২০২৩-এর প্রিলিমিনারি এক্সাম। নভেম্বর মাসের ৫ তারিখ রবিবার এই পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। আবার, ফের বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল, উক্ত দিনে পরীক্ষাটি আয়োজিত হবে না। অর্থাৎ নভেম্বর মাসে ডব্লুবিসিএস পরীক্ষা হবে না বলেই জানিয়েছে কমিশন।

Advertisements

অন্যান্য বছরের মতো চলতি বছরের ডব্লুবিসিএস পরীক্ষা তেও অংশগ্রহণ করতে চলেছেন হাজার হাজার পরীক্ষার্থী। পাবলিক সার্ভিস কমিশন তার আগের বিজ্ঞপ্তিতে যেহেতু জানায়, নভেম্বরের শুরু তে প্রিলিমিনারি পরীক্ষাটি হবে, সেহেতু বর্তমানে জোরকদমে প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার্থীরা। এমন সময় কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানালো নির্দিষ্ট কি কারণে আপাতত স্থগিত থাকছে পরীক্ষা। তার বদলে পরীক্ষাটি কবে আয়োজিত হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে পিএসসি।

বর্তমানে পরীক্ষার তারিখ নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন পরীক্ষার্থীরা। এভাবে শেষ মূহুর্তে এসে পরীক্ষা স্থগিত হওয়ায় একাধিক প্রশ্ন ঘুরছে তাঁদের মনে। ডব্লুবিসিএসের মতো বড় পরীক্ষায় যে আগাম প্রস্তুতি প্রয়োজন তাতে মাঝপথে ছেদ পড়ল বলেই মনে করছেন তাঁরা। আপাতত পরীক্ষার দিনক্ষণ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে http://wbpsc.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisements

Leave a Comment