Headlines

ইনভেস্ট মাত্র ১০০! রিটার্নে মিলবে বিরাট অংকের টাকা, SBI-র নতুন স্কিমে হবে টাকার বৃষ্টি

আমার বাংলা ডেস্ক : স্টেট ব্যাঙ্কে (State Bank of India) স্বল্প এবং দীর্ঘ মেয়াদে বিভিন্ন ধরনের ডিপোজিট স্কিম রয়েছে। ভাল রিটার্নও পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেকারিং ডিপোজিট স্কিম। মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়।

মেয়াদ : ৭ দিন থেকে ১০ বছর। যে কোনও ভারতীয় বাসিন্দা আরডি স্কিমে বিনিয়োগ করতে পারেন। ২ কোটি টাকার কম রেকারিং ডিপোজিটে ৫ শতাংশ থেকে ৫.৪০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ বেশি সুদ পান।

২ কোটি টাকার কম রেকারিং ডিপোজিটে সুদের হার: ১ বছর থেকে ১ বছর ৩৬৪ দিন মেয়াদের রেকারিং ডিপোজিটে ৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৫.৫০ শতাংশ হারে সুদ।

২ বছর থেকে ২ বছর ৩৬৪ দিন মেয়াদের রেকারিং ডিপোজিটে ৫.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৫.৬০ শতাংশ হারে সুদ। ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৪০ শতাংশ। প্রবীণ নাগরিকরা সুদ পাচ্ছেন ৬.২০ শতাংশ হারে।

এসবিআই-এর রেকারিং ডিপোজিটের বৈশিষ্ট: স্টেট ব্যাঙ্কে ১০০ টাকা দিয়ে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। ১০ টাকার গুণিতকে জমা করতে হয়। অ্যাকাউন্টের মেয়াদ ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত। প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পান।

স্টেট ব্যাঙ্কের আরডি-তে নমিনি করা যায়। ম্যাচিউরিটির টাকা দেওয়া হয় নমিনিকে। এছাড়াও আরডি-তে জমা টাকার বিপরীতে ঋণ নেওয়া যায়। ব্যালেন্সের ৯০ শতাংশ ঋণ হিসেবে দেওয়া হয়।

মাসিক কিস্তির টাকা দিতে দেরি হলে জরিমানা করে ব্যাঙ্ক। পাঁচ বছর বা তার কম মেয়াদে প্রতি মাসে ১.৫০ টাকা থেকে ১০০ টাকা এবং পাঁচ বছরের বেশি মেয়াদের ক্ষেত্রে ২ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

Leave a Reply