Headlines

এবার প্রত্যন্ত গ্রামেও পৌঁছবে উন্নত স্বাস্থ্য পরিষেবা! কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা পাবেন গোটা ভারতবাসী, জানুন বিস্তারিত

আমার বাংলা ডেস্ক : কেন্দ্র সরকারের লক্ষ্য দেশের নাগরিকের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা। এই লক্ষ্য নিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চালু করা হয় Pradhan Mantri Atmanirbhar Swasth Bharat Yojana।

কী বলা হয়েছে এই প্রকল্পে?

এই প্রকল্পর অন্যতম উদ্দেশ্য হল একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে জেলা এবং রাজ্যস্তরে স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। যাতে দেশের নাগরিকরা আরও বেশি এবং উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন তাও নিশ্চিত করা হবে এই প্রকল্পে।

এই প্রকল্পের উদ্দেশ্য কী?

প্রধানমন্ত্রী আত্মনির্ভর সুস্থ ভারত যোজনা লক্ষ্য হল ডায়াগন্সিটিক পরিষেবা আরও উন্নত করা। সেই সঙ্গে নগরাঞ্চলে নতুন স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা, এটি উন্নত এবং আধুনিক মানের health information portal করা এবং ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করাও হবে এই প্রকল্পের মাধ্যমে।

কী কী পরিকল্পনা রয়েছে এই প্রকল্পে?

এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল এখন, গ্রামীণ এলাকায়, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে ফাঁকফোকরগুলি আছে তা ভরাট করা। দেশের মানুষ যাতে ঠিক মতন স্বাস্থ্য পরিষেবা পান তার জন্য রোগনির্ণয় করার জন্য বিভিন্ন ব্লক, জেলা এবং আঞ্চলিক সহ জাতীয়স্তরে ল্যাবরেটরিগুলিকে, প্রযুক্তিকে ব্যবহার করে, একটি নেটওয়ার্ক করা হবে বলে ঠিক হয়েছে। এই সুবিধা চালু হলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলা করা যাবে। এই সঙ্গেই দ্রুত রোগ নির্ণয় করা এবং জনস্বাস্থ্য জরুরী অবস্থায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে স্বাস্থ্য দফতর।

এরই সঙ্গে প্রধানমন্ত্রী আত্মনির্ভর সুস্থ ভারত যোজনা লক্ষ্য হল জেলা স্তরের হাসপাতালের বিদ্যমান পরিকাঠামোকে কার্যকরভাবে ব্যবহার করা। তার সঙ্গে মেডিক্যাল কলেজের বন্টনের বর্তমান অসমতা দূর করা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রাপ্যতা বৃদ্ধি করার লক্ষ্য নেওয়া হয়েছে এই প্রকল্পে

কারা এই সুবিধা পেতে পারেন?

প্রধানমন্ত্রী আত্মনির্ভর সুস্থ ভারত যোজনার সুবিধা লাভ করতে পারবেন দেশের সব নাগরিক। এখন সারা দেশে প্রায় ১৭ হাজার ৭৮৮ টি স্বাস্থ্য কেন্দ্র আছে। এই প্রকল্পের আরেকটি উদ্দেশ্য এবং লক্ষ্য হল ১০টি রাজ্য, যেগুলির দিকে সবার নজর আছে, সেখানের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে দ্রুত উন্নত করা। যাতে সেখানের সাধারণ মানুষ এর সুবিধা ভোগ করতে পারে।

সেই সঙ্গে শহরাঞ্চলে আরও প্রায় ১১ হাজার স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। যে সমস্ত জেলায় ৫ লাখের বেশি বাসিন্দা বাস করেন, সেখানের জেলা হাসপাতালে একটি করে ‘ক্রিটিক্যাল কেয়ার ব্লক’ করাও হবে।

Leave a Reply