Headlines

বিনামূল্যে পাবেন LPG সিলিন্ডার! নাম নথিভুক্ত করুন উজ্জ্বলা যোজনায়, ডাউনলোড করুন নতুন তালিকাও

আমার বাংলা ডেস্ক : কেন্দ্র সরকার দরিদ্র পরিবার গুলির জন্য LPG ব্যবহারের সুযোগ করে দিয়েছে “উজ্জ্বলা” যোজনার মাধ্যমে। এই যোজনার মাধ্যমে ভারতের সুবিধা বঞ্চিত পরিবার গুলিকে বিনামূল্যে রান্নার জন্য LPG সিলিন্ডার প্রদান করে থাকে।

কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে ভারতের ৫ কোটি দরিদ্র পরিবার LPG সিলিন্ডারের পাবেন। এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার ৮০০০ কোটি টাকা বরাদ্ধ করেছে। সম্প্রতি এই “উজ্জ্বলা” যোজনা বিপিএল এর অন্তর্ভুক্ত যারা তাদের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় নাম থাকা ব্যক্তিরা “উজ্জ্বলা” যোজনার মাধ্যমে বিনামূল্যে LPG সিলিন্ডার সুবিধা পাবেন।

কিভাবে “উজ্জ্বলা” যোজনা বিপিএল নতুন তালিকা বের করা যায়?

প্রকল্পের নাম  প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)/ Pradhan Mantri Ujjala Yojana 
শুরু হয়েছে  ১ মে ২০১৬ 
কারা পাবে এই সুবিধা  বিপিএল রেশন কার্ড প্রাপ্ত পরিবারের মহিলারা 
মূল উদ্দেশ্য  বিপিএল এর অধিনে থাকা মহিলাদের এলপিজি সংযোগ সরবরাহ করা। 
আর্থিক সহায়তা  প্রতি এলপিজি সংযোগ এর জন্য ১৬০০ টাকা 
অফিসিয়াল ওয়েবসাইট   https://pmuy.gov.in 
আর্থিক বরাদ্ধ  ৮০০০ কোটি টাকা 

 

কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনাতে আবেদন করার জন্য প্রয়োজনীয় শর্ত কি কী ?
১) আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে ।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে ।

৩) এই প্রকল্পের সুবিধা কেবল পরিবারের মহিলাদের জন্যই প্রযোজ্য।

প্রধানমন্ত্রী “উজ্জ্বলা ” যোজনার জন্য কী কী নথি দরকার হয় ?

১) পৌরসভার/পঞ্চায়েত চেয়ারম্যান বা প্রধানের জারি করা বিপিএল প্রশংসাপত্র।

২) ফটো আইডি কার্ড (আধার কার্ড/ভোটার কার্ড)।

৩) বিপিএল রেশন কার্ড।

৪) পরিবারের সকল সদস্যের আধার কার্ড।

৫) পাসপোর্ট সাইজ ফটো।

৬) মোবাইল নম্বর।

৭) কাস্ট সার্টিফিকেট।

৮) ঠিকানা প্রমাণ করার জন্য বিদ্যুৎ বিল বা টেলিফোন বিল।

৯) ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য বা জনধন ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য।

আমরা কিভাবে “উজ্জ্বলা” যোজনার নতুন তালিকা বের করবো?

ধাপ ১- উজ্জ্বলা যোজনার অফিসিয়াল সাইটে https://pmuy.gov.in    ক্লিক করুন।

ধাপ ২- নতুন তালিকা লেখায় ক্লিক করুন।

ধাপ ৩- নতুন তালিকা আপনার সামনে আসবে।

ধাপ ৪- নতুন তালিকাটি ডাউনলোড করে নিন।

আপনি “উজ্জ্বলা ” যোজনার নতুন তালিকাটি ডাউনলোড করে নিতে পারেন।

Contact Details/ যোগাযোগ মাধ্যম :
LPG Emergency Helpline: 1906

Toll Free Helpline: 1800-2333-5555

Ujjwala Helpline: 1800-266-6696

Leave a Reply