Headlines

এবার বিনামূল্যে করুন PhD ! তাও আবার সিঙ্গাপুরে! স্কলারশিপ দিচ্ছে সে দেশের সরকার, কিভাবে করবেন আবেদন?

সিঙ্গাপুর সরকারের তরফ থেকে দারুণ সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পি এইচ ডি প্রোগ্রাম অধ্যায়নের সুযোগ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুরে সরকারী স্কলারশিপের অন্তর্গত নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

‘সিঙ্গা অ্যাওয়ার্ডের’ আওতায় আছে :

  • এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার),
  • নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ৩)ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং
  • সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন।
  • এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পি এইচ ডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের সময়সীমা সর্বোচ্চ চার বছর।

কী রকম সুযোগ-সুবিধা পাওয়া যাবে?

  • শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার উপবৃত্তি প্রদান করা হবে।
  • এককালীন আবাসন ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে।
  • মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
  • বিমানে আসা-যাওয়ার খরচ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে।

আবেদনের জন্য কী রকম যোগ্যতার প্রয়োজন?

  • সিঙ্গাপুরে প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
  • সিঙ্গাপুরের নাগরিক আবেদন করতে পারবেন না।
  • ইংরেজিতে ভালো পারদর্শী থাকতে হবে।
  • স্নাতক ও স্নাতকোত্তরে ভালো নম্বর হতে হবে।
  • একাডেমিক ভাল রিপোর্ট।

প্রয়োজনীয় নথিপত্র গুলি কী কী?

  • আবেদনকারীর পাসপোর্ট।
  • আবেদনকারীর ছবি।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • বায়োডাটা।
  • স্টেটমেন্ট অব পারপাস।
  • রেফারেন্স লেটার দুইটি।
  • আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।

কিভাবে আবেদন করবেন?

আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন https://sms-applicant-app.a-star.edu.sg/

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.a-star.edu.sg/Scholarships/for-graduate-studies/singapore-international-graduate-award-singa

আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর ২০২৩।

Leave a Reply