পুজোর আগেই PNB-র ধামাকা অফার! নতুন পরিষেবায় খুশির হাওয়া গ্রাহক মহলে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ PNB তার কোটি কোটি গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন পরিষেবা চালু করল।  ব্যাঙ্কের মাধ্যমে আর্থিক লেনদেন বলতে কিছুদিন আগেও সবাই বুঝতেন বিভিন্ন ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা জমা দেওয়া বা প্রয়োজন মত সেখান থেকে টাকা তোলা।

Advertisements

এছাড়াও চেকের মাধ্যমে কাউকে অর্থ প্রদান করা হত। তারপর এল এটিএম। ফলে ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা তোলার প্রয়োজনীয়তা ফুরল। এটি বাড়ির কাছের কোন‌ও একটি এটিএম-এ ঢুকে মুহূর্তের মধ্যে প্রয়োজনমতো টাকা তুলে নেওয়ার সুযোগ এনে দেয়।

কিন্তু UPI পেমেন্ট সিস্টেম আসতেই গোটা ছবিটা বদলে গিয়েছে। ব্যাঙ্কের শাখা বা এটিএম-এ যাওয়া তো অনেক পরের বিষয়, এখন টাকা ছাড়াই দিব্যি বাইরে বেরিয়ে পড়তে পারছে সবাই। কারণ সঙ্গের স্মার্টফোনে কোন‌ও না কোনও UPI পেমেন্ট অ্যাপ আছে। সেটা দিয়েই গাড়ি ভাড়া থেকে শুরু করে রেস্তোরাঁর বিল মেটানো, বাজার হাট থেকে শুরু করে আর্থিক লেনদেন সবটাই হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। অথচ কোথাও যেতে হচ্ছে না। আমজনতার ঠিক এই চাহিদার কথা মাথায় রেখেই এবার দুর্দান্ত একটি পরিষেবা নিয়ে এল দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক PNB.

Advertisements

এই অ্যাপের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের আর নগদ টাকা সঙ্গে করে বহন করার প্রয়োজন পড়বে না। খুব সহজেই এই ডিজিটাল রূপি অ্যাপের সাহায্যে স্ক্যান করে যে কোনও ক্ষেত্রে পেমেন্ট করে দেওয়া যাবে। এর ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের আর PhonePe, Google Pay ইত্যাদি পেমেন্ট অ্যাপ আলাদা করে ব্যবহার করার দরকার পড়বে না। সবই নিজস্ব এই অ্যাপের মাধ্যমে সেরে ফেলতে পারবেন গ্রাহকরা।

PNB এর গ্রাহকরা কীভাবে PNB Digital Rupee অ্যাপ ব্যবহার করবেন?

Advertisements

(1) সর্বপ্রথমে মোবাইলের Play Store থেকে PNB Digital Rupee অ্যাপ ডাউনলোড করুন। এরপর ক্লিক করে ওই অ্যাপের ভেতর ঢুকুন।

(2) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে ব্যক্তিগত মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেটি দিয়ে এই অ্যাপ সাইন ইন করুন। এরপর অ্যাপের পিন সেট করুন।

(3) পরবর্তী ধাপে ওয়ালেট সিলেক্ট করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনার যে অ্যাকাউন্ট আছে তার সঙ্গে লিঙ্ক করুন।

(4) আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ডের বিবরণও দিতে হবে। এ প্রক্রিয়াগুলো সঠিকভাবে সারতে পারলেই আপনার অ্যাপটি লেনদেনের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।

তবে একটা বিষয় মাথায় রাখবেন UPI লেনদেন যেমন আমাদের অনেক সুবিধা করে দিয়েছে তেমনই এই লেনদেনে জালিয়াতির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে একের পর এক প্রতারণা করছে জালিয়াতরা। সেই জালিয়াতির হাত থেকে গ্রাহকদের সুরক্ষা প্রদান করতেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই PNB Digital Rupee অ্যাপটি নিয়ে এসেছে। এটি কেবলমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন।

Leave a Comment