Headlines

জমা করুন মাত্র ২৩৩, আর রিটার্নে পেয়ে যান লক্ষ টাকা, জানুন LIC-র এই জনপ্রিয় প্ল্যানের বিষয়ে

বিমা পলিসি কেনার ক্ষেত্রে সমগ্র দেশের মানুষের কাছে অন্যতম ভরসার জায়গা হল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি। আসলে নির্দিষ্ট বয়সের গ্রাহকদের জন্য বিশেষ প্ল্যান ডিজাইন করেছে তারা। এদিকে বছর দুয়েক আগে কোভিড অতিমারীর পর থেকেই গ্রাহকদের মধ্যে বিমা নেওয়ার ঝোঁক বেড়েছে। কারণ সেই সময় থেকেই তাঁরা বিমার উপযোগিতা উপলব্ধি করতে শিখেছেন। তাঁরা বুঝেছেন যে, বিপদের সময় নিরাপত্তা প্রদান করে বিমা।

পারিবারিক আর্থিক নিরাপত্তার প্রসঙ্গে উঠলে সবথেকে নিরাপদ বিকল্প হিসেবে মাথায় আসবে এলআইসি জীবন সরল প্ল্যানের কথা। এটা আসলে একটা এনডাউমেন্ট প্ল্যান। যেখানে অর্থের পরিমাণ এবং প্রিমিয়াম পরিশোধের মাধ্যমের বিকল্প বেছে নিতে পারেন বিমা গ্রাহকরা। ৪০ বছর থেকে ৮০ বছর বয়সীরা এই স্কিমের জন্য যোগ্য।

এলআইসি ওয়েবসাইট অনুযায়ী, এলআইসি জীবন সরল প্ল্যান হল স্ট্যান্ডার্ড অ্যানুইটি প্ল্যান। ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)-এর নির্দেশিকা অনুসারে, এই প্ল্যানে সমস্ত জীবন বিমাকারীর জন্য একই রকম শর্তাবলী রয়েছে। এই প্ল্যানের আওতায় পলিসি হোল্ডাররা অ্যানুইটির ধরন বেছে নিতে পারেন। এতে আসলে দুটি বিকল্প পাওয়া যায়।

এলআইসি-র তরফে জানানো হয়েছে যে, পলিসির প্রথম পর্যায়েই অ্যানুইটির দর নিশ্চিত করে দেওয়া হয়। অ্যানুইট্যান্টদের জীবনকালে এই অ্যানুইটি পরিশোধ করতে হয়। অফলাইনে এই প্ল্যান কেনা যেতে পারে। এমনকী এলআইসি-র ওয়েবসাইটের http://www.licindia.in মাধ্যমেও অনলাইনে এই প্ল্যান কিনতে পারেন গ্রাহকরা।

কী কী সুবিধা পাওয়া যাবে? এলআইসি সরল পেনশন প্ল্যানের ক্ষেত্রে একটি সিঙ্গল প্রিমিয়াম পরিশোধ করে বিনিয়োগকারীরা প্রতি মাসে ১২০০০ টাকা পেতে পারেন। এই স্কিমের অধীনে একজন পলিসি হোল্ডার মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক অথবা বার্ষিক পেনশনের মেয়াদ বেছে নিতে পারেন। পলিসি হোল্ডার অথবা নমিনির ৬০ বছর বয়স হলেই পেনশন মিলবে।

এলআইসি সরল পেনশন প্ল্যানে মাল্টিপল প্রিমিয়াম পেমেন্ট অপশন রয়েছে। মেয়াদ চলাকালীন প্রিমিয়ামের পরিমাণ স্বয়ংক্রিয় ভাবে কেটে নেওয়া হবে গ্রাহকের বেতন থেকেই। এলআইসি সরল পেনশন যোজনায় দুটি বিকল্প পাওয়া যায় — ক্রয়মূল্যের ১০০ শতাংশ রিটার্ন-সহ লাইফ অ্যানুইটি:

এই পলিসির সুযোগ-সুবিধা বিনিয়োগকারীদের মধ্যে সীমাবদ্ধ। পলিসি হোল্ডার জীবিত থাকাকালীন এক্ষেত্রে মাসিক পে-আউট পেয়ে থাকেন। তবে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি প্রিমিয়াম পেয়ে যান।
শেষ জীবিত গ্রাহকের মৃত্যুর পরে ক্রয়মূল্যের ১০০ শতাংশ রিটার্ন-সহ জয়েন্ট লাইফ লাস্ট সারভাইভার অ্যানুইটি:

এই বিকল্পের অধীনে স্বামী-স্ত্রী একসঙ্গে এই পেনশনের সুবিধা পেতে পারেন। এক্ষেত্রে জয়েন্ট হোল্ডারের মধ্যে শেষ জীবিত ব্যক্তির মৃত্যু হলে নমিনি প্রিমিয়ামের পরিমাণ ফেরত পেয়ে যান।

Leave a Reply