Headlines

ব্যাগ ভর্তি রেশন চান? APL রেশন কার্ডকে বদলে ফেলুন BPL-এ! রইলো সহজ পদ্ধতি

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অতিমারি কালীন পরিস্থিতিতে আর রাজ্য সরকার বিনামূল্যে রেশনের মাধ্যমে জনগণকে সাহায্য করেন। এই কারণে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ৫ টি রেশন কার্ড (Ration Card) চালু করা হয়েছিল। সেগুলি হল –

• রাজ্য সুরক্ষা যোজনা ১ (RKSY I),
• রাজ্য সুরক্ষা যোজনা ২ (RKSY II),
• এস পি এইচ কার্ড(SPHH),
• অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY) ও পি এইচ এইচ (PHH) কার্ড।

এই রেশন কার্ডগুলি ব্যবহার করে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া জনগণ খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারেন। তবে এবার দারুন সুযোগ এসেছে দেশবাসীর জন্য। এবার নতুন করে APL কার্ডগুলি -কে BPL কার্ডে রুপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কিভাবে করবেন পরিবর্তন?

•রাজ্য সুরক্ষা যোজনা ১ (RKSY I),
• রাজ্য সুরক্ষা যোজনা ২ (RKSY II),
• এস পি এইচ এইচ (SPHH)কার্ড,
• অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY) ও পি এইচ এইচ(PHH) কার্ড -এর উপভোক্তারা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন।
• পি এইচ এইচ(PHH) কার্ড,
• অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY) ও এস পি এইচ এইচ (SPHH) কার্ড -এর উপভোক্তারা স্বল্প মূল্যে চাল ও গম সহ অন্যান্য দ্রব্য পেয়ে থাকেন।

* রাজ্য সুরক্ষা যোজনা ১ (RKSY I), রাজ্য সুরক্ষা যোজনা ২ (RKSY II) উপভোক্তাদের চাল ও গম সহ অন্যান্য দ্রব্য ক্রয় করতে টাকা দিতে হয়।

আগে নির্দিষ্ট হারে এই রেশন কার্ডগুলি -র জন্য আবেদন করা যেত। তবে এখন যে কেউ এই সব রেশন কার্ড -এর জন্য আবেদন করতে পারবেন। এখন APL রেশন কার্ডের BPL রেশন কার্ডে রূপান্তরিত হওয়ার নিয়মও বেশ‌ সহজ হয়েছে। বাড়িতে বসেই এই কাজ করা যাবে। মাত্র সহজ কয়েকটি স্টেপ ফলো করলেই সহজে APL রেশন কার্ড BPL রেশন কার্ডে রূপান্তরিত হয়ে যাবে।

কিভাবে করবেন পরিবর্তন APL রেশন কার্ড BPL রেশন?

১.আপনি যদি আপনার APL রেশন কার্ড টিকে BPL রেশন কার্ডে পরিবর্তন করে অতিরিক্ত রেশন দ্রব্যের সুবিধা পাবেন। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনি সহজেই আপনার APL রেশন কার্ডটিকে BPL রেশন কার্ডে রূপান্তরিত করতে পারবেন।

২.সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট -এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল – https://food.wb.gov.in/।
এরপর নিচের দিকে লেখা ‘Ration Card’ অপশনে ক্লিক করতে হবে।

৩.তারপর ‘Apply for change of Ration category’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে ‘BPL Ration Card’ অপশনটি বেছে নিতে হবে।
এরপর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে নিজের বৈধ রেজিস্টার্ড মোবাইল নং লিখতে হবে। এরপর একটি ওটিপি আসবে। সেটা লিখে ‘Proceed’ অপশনে ক্লিক করতে হবে।

৪.তারপর ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে। এরপর কয়েকটি প্রশ্ন আসবে সঠিক উত্তর দিতে হবে। তারপরে ‘Next’ অপশনে ক্লিক করতে হবে।

৫.এরপর, আপনার পরিবারের যেই যেই সদস্যের রেশন কার্ড রূপান্তরিত করতে চাইছেন, সেটি উল্লেখ করতে হবে। এরপর সমস্ত নথি আপলোড করতে হবে। এরপর ‘Terms and conditions’ এ ক্লিক করার পর ‘proceed’ অপশনে ক্লিক করতে হবে।

৬.এরপর ‘send OTP option’ -এ ক্লিক করতে হবে। এরপর ‘OTP’ লিখে ফর্মটি সাবমিট করতে হবে। এরপর কয়েকদিনের মধ্যেই আপনি আপনার BPL রেশন কার্ডটিকে (Ration Card) হাতে পাবেন।

Leave a Reply