Headlines

প্রতিমাসে ১০০০ টাকা! আসছে রাজ্য সরকারের নতুন প্রকল্প, কিভাবে করবেন আবেদন?

আমার বাংলা ডেস্ক : লোকসভার আগেই রাজ্যের মানুষকে খুশি করতে বড় ঘোষণা করল মমতা সরকার। সেপ্টেম্বর থেকেই রাজ্যে জুড়ে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। এই ক্যাম্প থেকে একগুচ্ছ প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী। আগের চালু হওয়া প্রকল্প ও নতুন প্রকল্পগুলি এক সঙ্গে তুলে ধরা হবে মানুষের কাছে। চলতি দুয়ারে সরকার ক্যাম্প থেকে মোট চারটি নতুন প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী। তার মধ্যে একটি রাজ্যের বৃদ্ধদের জন্য চালু হওয়া বিশেষ বার্ধক্য ভাতা।

৬০ বছরের বেশি বয়স্করা যাঁরা কাজ করে উপার্জন করার সামর্থ্য রাখেন না, তাঁদের জন্য রাজ্য সরকার চালু করেছে ‘বার্ধক্য ভাতা’ প্রকল্প। এতদিন পর্যন্ত ‘জয় জহর’ ও ‘তফশিলি বন্ধু’ প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের অধিক বয়স্কদের ভাতা প্রদান করতো রাজ্য সরকার। তবে সকলের জন্য এই স্কিম ছিল না। কিন্তু এবার থেকে সকল বয়স্কদের জন্য প্রকল্প চালু করল রাজ্য সরকার। এবার থেকে জেনারেল ক্যাটেগরির পুরুষ ও মহিলা বয়স্করা বার্ধক্য ভাতা পাবেন। তবে বেশ কিছু শর্ত খেয়াল রাখতে হবে। এই প্রকল্পে ব্যক্তিদের মাসে এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। নাম নথিভুক্ত করা ব্যক্তিরা মাসের নির্দিষ্ট তারিখে পেয়ে যাবেন এই প্রকল্পের অর্থ।

কারা কারা এই আবেদন করার যোগ্য? রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছরের উর্ধ্বে। আবেদনকারীকে হতে হবে রাজ্যের স্থায়ী বাসিন্দা। তবে, জেনারেল ক্যাটেগরির কোনো ব্যক্তি যদি সরকারের অন্য প্রকল্প থেকে পেনশন পান বা জেনারেল ক্যাটেগরির কোনো মহিলা যদি বিধবা ভাতা পান, তবে তিনি প্রকল্পের সুবিধা পাবেন না। তবে বয়সের নিয়ম কিছুটা হ্রাস হতে পারে শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য।

কিভাবে করবেন আবেদন? চলতি দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদনপত্র জমা হবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। তবে, বিডিও অফিসে গিয়েও ফর্ম জমা করা যাবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যেমন, ১) আধার কার্ড ২) প্যান কার্ড ৩) ভোটার কার্ড ৪) ডিজিটাল রেশন কার্ড ৫) ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ৬) পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। বিস্তারিত জানতে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply