Headlines

ফুড SI নিয়ে বিরাট আপডেট! কী সিদ্ধান্ত নিলো PSC? জেনে নিন এখুনি

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। আবারও সমস্ত জটিলতা কাটিয়ে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) নিয়োগের তোড়-জোড় শুরু হয়েছে রাজ্যে। সেপ্টেম্বরে শেষ হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। সূত্রের খবর, যেখানে শূন্যপদের সংখ্যা ৪৮০ টি সেখানে ফুড সাব ইন্সপেক্টর পদের আবেদন জমা পড়েছে প্রায় তেরো লক্ষ বাইশ হাজার। ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষায় যথেষ্ট প্রতিযোগিতা থাকবে বলেই ধারণা চাকরিপ্রার্থীদের। ফুড সাব ইন্সপেক্টর পদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশ কড়া হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনও। ফুড এসআই নিয়োগে কোনোও দুর্নীতি যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পিএসসি।

কিছু দিন আগে পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের ফুড এসআই (Food SI) পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা মাল্টিপল চয়েস ভিত্তিক উত্তর-পত্রের কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারবেন। ফলে নম্বর প্রকাশের পর নিজেদের প্রাপ্ত মার্কস নিয়ে দ্বিধায় পড়তে হবে না তাঁদের। পরীক্ষা শেষের কিছু দিনের মাথায় যখন ফল প্রকাশ হবে তখন পরীক্ষার্থীরা নিজেদের নম্বর মিলিয়ে নিতে পারবেন।এর দ্বারা নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা থাকবে বলে মনে করছে পাবলিক সার্ভিস কমিশন। উল্লেখ্য, এর আগে টেট পরীক্ষাতেও উত্তর-পত্রের কার্বন কপি বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা। আর এবার ফুড এসআই নিয়োগেও এই সিস্টেম থাকছে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে।

শেষবার ২০১৮ সালে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ করেছিল রাজ্য সরকার। এরপর পাঁচ বছর সংশ্লিষ্ট পদের নিয়োগ হয়নি। কোভিড পরিস্থিতি, আইনি সমস্যা-সহ নানান কারণে নিয়োগে জটিলতা চলছিল। অবশেষে চলতি বছরে ফের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেতে আশার আলো দেখছে চাকরি প্রার্থীদের। মাধ্যমিক পাশের যোগ্যতায় আবেদন করা গেলেও অনেক উচ্চশিক্ষিত প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানিয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, এবারের নিয়োগে চুলচেরা বিশ্লেষণে বেছে নেওয়া হবে যোগ্য পার্থীদের।

Leave a Reply