FD-তে বিরাট সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক! শতকরা হার শুনলে মাথা ঘুরে যাবে

আর্থিকভাবে সুরক্ষিত থাকার জন্য অনেকেই ব্যাঙ্কে FD (Fixed Deposit)-এর স্কিমে অর্থ জমা করেন।এর বিনিময়ে নিরাপদ জায়গায় অর্থ সঞ্চিত থাকার পাশাপাশি ব্যাঙ্কের কাছ থেকে মেলে নির্দিষ্ট সুদের হার। যার ফলে লাভবান হচ্ছেন গ্রাহকেরা। মূলত বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে Fixed Deposit-এর সুদের হারে তফাৎ পরিলক্ষিত হয়।

Advertisements

এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে যে, বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) তার গ্রাহকদের জন্য Fixed Deposit-এর ক্ষেত্রে ৭.৮৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। মূলত, ডোমেস্টিক এবং নন রেসিডেন্ট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্র এই ব্যাঙ্ক গুলি গ্রাহকদের জন্য গত ( March) মার্চ মাস থেকেই সুদের হার বৃদ্ধি করেছে।

এর ফলে, সুদের হারে বৃদ্ধির পর, (Bandhan Bank) বন্ধন ব্যাঙ্ক তার গ্রাহকদের ১ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চিত অর্থের ওপরে ৩ শতাংশ সুদ দিচ্ছে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক গুলি তার গ্রাহকদের ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার সঞ্চিত অর্থের ক্ষেত্রে ৬ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়াও, ১০ লক্ষ থেকে ২ কোটি টাকার ক্ষেত্রে ৬.২৫ শতাংশ সুদ এবং ২ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে ব্যাঙ্কটি ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে।

Advertisements

এবারে আসি বন্ধন ব্যাঙ্ক এর বাল্ক ডিপোজিটের প্রসঙ্গে। এক্ষেত্রে এই ব্যাঙ্কের সুদের হার অনেকটাই বেশি রয়েছে। মূলত, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এবং নির্দিষ্ট অ্যামাউন্টের উপর ভিত্তি করে এক্ষেত্রে বিভিন্ন সুদের হার উপলব্ধ করা হয়। যেমন, ৭ – ১৫ দিনের জন্য ২ কোটি থেকে শুরু করে ১০ কোটি পর্যন্ত, অথবা ১০ কোটি – ২৫ কোটির কম কিংবা ২৫ কোটি থেকে শুরু করে ৫০ কোটির কম এবং ৫০ কোটি টাকার বেশি বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হল ৪.৫০ শতাংশ।

ঠিক সেইরকমই “উইদআউট প্রিমেচিওর পেমেন্ট ফেসিলিটি”-র ক্ষেত্রে ৩৬৫ দিন এবং ৩৬৬ দিনের সময়সীমার জন্য ২ কোটি থেকে শুরু করে ১০ কোটি পর্যন্ত, অথবা ১০ কোটি থেকে ২৫ কোটির কম কিংবা ২৫ কোটি থেকে শুরু করে ৫০ কোটির কম এবং ৫০ কোটি টাকার বেশি বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হল ৭.৮৫ শতাংশ। জানিয়ে রাখি যে, এই সুদের হার ইতিমধ্যেই গত ১৪ অগাস্ট ২০২৩ থেকে লাগু হয়েছে বলে জানা গিয়েছে ।

Advertisements

Leave a Comment