Headlines

দুয়ারে আধার! এবার বাড়িতে লোক এসে তৈরি করে দেবে আধার কার্ড, জানুন বিস্তারিত

এবার থেকে আপনার বাড়িতে এসে তৈরি করে দেবে নতুন আধার কার্ড! অর্থাৎ যাদের আধার কার্ড নেই তাদের এবার আধার পরিষেবা কেন্দ্র বা CSC-তে ছুটে যেতে হবে না। বাড়িতে বসেই তৈরি করে ফেলতে পারবেন নতুন আধার। সম্প্রতি UIDAI কর্তৃপক্ষ দেশজুড়ে এই পরিষেবা চালু করেছে। তবে এই পরিষেবার সুযোগ সকলে পাবেন এমনটা নয়। শারীরিক অক্ষমতা বা বয়স জনিত কারণে যাদের পক্ষে বাড়ির বাইরে বেরিয়ে আধার পরিষেবা কেন্দ্র বা সিএসসিতে গিয়ে আধার কার্ড তৈরি করা সম্ভব নয় কেবলমাত্র তাঁদের জন্যই অর্থের বিনিময়ে এই পরিষেবা চালু করা হয়েছে।

শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষদের জন্য বাড়িতে এসে আধার কার্ড তৈরি করে দেওয়ার পরিষেবা চালুর দাবি অনেকদিন ধরেই ছিল। কারণ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এই সমস্যা বা অক্ষমতা জনিত কারণে একাংশ কিছুতেই আধার কার্ড তৈরি করতে পারছেন না। কারণ এটা জানা কথা আধার কার্ড তৈরি করার জন্য আধার সেবা বা কমন সার্ভিস সেন্টারে গেলে বেশ কিছুটা লম্বা লাইনে দাঁড়িয়ে তবে কাজ হয়।

বাড়িতে এসে আধার কার্ড তৈরির বিষয়টি কিছুটা হলেও খরচ সাপেক্ষ। আপনার শারীরিক অক্ষমতা ও বয়সজনিত বিষয়ের সাপেক্ষে বিভিন্ন নথি প্রথমে আধার কর্তৃপক্ষকে মেল করতে হবে। তারপর তারা আপনাকে একটি নির্দিষ্ট তারিখ দিয়ে দেবে। সেই তারিখে আপনার বাড়িতে এসে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে আপনার আধার কার্ড তৈরি করে দেবে। তাই আসুন দেখে নেওয়া যাক এই পরিষেবা বাড়িতে বসে পেতে হলে আপনাকে কী কী কাজ করতে হবে।

বাড়িতে থেকেই কারা পাবেন আধার কার্ডের এই সুবিধা?

বাড়িতে এসে আধার কার্ড তৈরি করে দেওয়ার এই পরিষেবা চাইলেই যে কেউ নিতে পারবেন না। কেবলমাত্র শারীরিক প্রতিবন্ধী ও বয়সজনিত সমস্যায় যারা ভুগছেন তাঁরাই এই পরিষেবা পাওয়ার যোগ্য। অনলাইনে পাঁচ বছরের নিচের শিশুদের আধার কার্ড বাড়িতে বসেই তৈরি করা যায়। তবে বাকিদের আধার কার্ড তৈরি করার জন্য বর্তমানে আধার সেবা কেন্দ্র বা কমন সার্ভিস সেন্টারে যেতে হয়।

কত টাকা খরচ হবে? 

বাড়িতে এসে আধার কার্ড তৈরি করার এই পরিষেবা নিতে হলে আপনাকে ৭০০ টাকা খরচ করতে হবে। তবে একই পরিবারের একাধিক ব্যক্তি যদি একই সময়ে একই ঠিকানায় এই পরিষেবা নিতে চান তবে প্রথমজনের ক্ষেত্রে ৭০০ টাকাই দিতে হবে। বাকিদের ক্ষেত্রে সেই অঙ্কটা কমে ৩৫০ টাকা করে হবে। এই টাকা আগাম দিতে হবে না। আপনার বাড়িতে যেদিন আধার কর্তৃপক্ষ আধার কার্ড তৈরি করে দিতে আসবে সেদিনই হাতে হাতে এই টাকা দিতে হবে। তিনি তার বিনিময়ে আপনাকে রশিদ দেবেন।

UIDAI কিভাবে এই সুবিধা দেবে?

তবে এই পরিষেবা পাওয়ার জন্য আপনাকে নিজের শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধকতা সংক্রান্ত নথি মানে চিকিৎসকের নির্ধারণ করা প্রতিবন্ধকতার পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং বয়স্কদের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র আধার কর্তৃপক্ষকে আগে মেল করতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নির্ধারিত মেল আইডি হল- [email protected]

আপনার পাঠানো নথি খতিয়ে দেখে আধার কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ে ঠিক করা হবে বাড়িতে এসে আপনাকে আধার কার্ড করে দেওয়ার পরিষেবা দেওয়া হবে কিনা। আপনি মেল করার ৭ দিনের মধ্যে বাড়িতে গিয়ে আপনাকে আধার কার্ড তৈরি করে দেওয়া হবে। কবে, কোন সময় আপনার বাড়িতে এই পরিষেবা দেওয়া হবে তা আগাম জানিয়ে দেবে আধার কর্তৃপক্ষ। তবে ৭ দিনের মধ্যে না পারলে ১৫ দিনের মধ্যে বাড়িতে এসে অবশ্যই এই পরিষেবা দেওয়া হবে।

যদি গ্রাহকের কোনও সমস্যার জন্য এই পরিষেবা গ্রহণ করা সম্ভব না হয় তবে নির্ধারিত চার্জ আধার কর্তৃপক্ষকে দিতে বাধ্য থাকবেন। তবে চাইলে নির্দিষ্ট দিন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের দিনের ৪৮ ঘণ্ট আগে আপনি গোটা বিষয়টি স্থগিত করতে বা ক্যান্সেল করতে পারবেন। সে ক্ষেত্রে কোন‌ও টাকা দিতে হবে না।

Leave a Reply