Headlines

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান? দেখে নিন রিস্ক ছাড়া সর্বাধিক রিটার্ন পাওয়ার গোপন কৌশল

আমরা আর্থিক উন্নতি করার জন্য প্রচুর মানুষ মিউচুয়াল ফান্ডকে বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন। এই বিনিয়োগের ফলে সাধারণ মানুষ ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর থেকেও বেশি পরিমাণে রিটার্ন পাচ্ছেন। বিনিয়োগের জন্য সর্বদা ফান্ড ম্যানেজার এর ওপর নির্ভর করা ঠিক নয়। সেইসঙ্গে, ভালো return পেতে ব্যবহারকারীরা যদি শুধু সেরা পারফরমেন্সিং ফান্ড বেছে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে তা যথেষ্ট নয়।

যেনেনিন কিভাবে সময়ের সঙ্গে সেটি পর্যালোচনা করতে হবে ?

বিনিয়োগকারী কে বিশেষ পাঁচটি পদ্ধতির মাধ্যমে প্রায় 1.5 শতাংশ রিটার্ন বৃদ্ধি পেতে পারবেন ব্যবহারকারীরা।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সর্বোত্তম পদ্ধতি (Mutual Fund Investment Process)
আপনি যদি মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) অর্থ বিনিয়োগ করেন বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চান তাহলে এই পন্থা-গুলিকে অনুসরণ করে আপনি মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে রিস্ক ছাড়াই বেশি রিটার্ন পাবেন।

Direct Funds এ বিনিয়োগ করবেন কিভাবে ?

Direct Funds এ বিনিয়োগ করে বিনিয়োগকারীরা প্রায় 1থেকে 1.5 শতাংশ রিটার্ন পেতে পারেন শেয়ারে।
নিয়মিত মিউটুয়াল ফান্ড (Mutual Fund) এ বিনিয়োগের ঝামেলা না পোহাতে প্রচুর বিনিয়োগকারীরা এই পদ্ধতি বেছে নিয়েছেন। এই প্ল্যানে, ফান্ড হাউসে ব্রোকারেজ দিতে হয় না বিনিয়োগকারীদের। বিনিয়োগের ওপরে নির্ভর করে রিটার্ন এর পরিমাণ হতে পারে 1 থেকে 1.5 শতাংশ। ফান্ডে শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের কে প্রদত্ত ফি হলো মিউচুয়াল ফান্ড লোড (Mutual Fund Load)। এই ফি ব্যাবহারকারীরা ফান্ড ম্যানেজার দের পরামর্শ এবং নির্দেশ অনুযায়ী নিয়ে থাকেন। যেমন, 10,000 টাকা বিনিয়োগের ক্ষেত্রে ফান্ড কেনা বাবদ বিনিয়োগ কারীদের 1 শতাংশ ( 100 টাকা) বাবদ ফি দিতে হয়। অর্থাৎ বিনিয়োগ হবে মাত্র 9990 টাকা। অপরদিকে, ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে 10,000 টাকা সরাসরি বিনিয়োগ করা হয় এবং এতে ফান্ড ম্যানেজারদের পেমেন্ট করতে হয় না।

SIP তে বিনিয়োগ করবেন কিভাবে?

এককালীন টাকা বা লাম্পসাম (LUMPSUM) টাকা বিনিয়োগ না করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (SIP) বিনিয়োগের অপশন বেছে নিয়েছেন প্রচুর বিনিয়োগকারী। নিয়মিত অল্প পরিমাণ বিনিয়োগই বেশি ইউনিট তৈরি করার উপায় এই প্ল্যানটি। লাম্পসাম টাকা তে বিনিয়োগের জন্য ব্যবহারকারীদের সঠিক সময় নির্ধারণ করে তবে বিনিয়োগ করতে হবে। তবে SIP প্ল্যানে সেই ঝক্কি পোহাতে হচ্ছেনা। এছাড়াও,লাম্পসাম বিনিয়োগের সময় বিনিয়োগকারীদের বাজারের পতনের ওপর নির্ভর করতে হয়, বেশি রিটার্ন পাওয়ার জন্য। সর্বোপরি, ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা বাজার সুযোগের কার্যকারিতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। ফলে, রিটার্ন পেতে ঝুঁকি কমবে বিনিয়োগকারীদের।

Leave a Reply