আমার বাংলা ডেস্ক :ব্যাঙ্কে ব্যাঙ্কে চলছে কর্মী নিয়োগের ঢেউ স্টেট ব্যাঙ্ক SBI থেকে শুরু করে ভারতের একাধিক বড় বড় ব্যাংকে একের পর এক চলছে কর্মী নিয়োগ। পিছিয়ে নেই আইডিবিআই IDBI ব্যাঙ্কও । স্টেট ব্যাঙ্ক একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। নিয়োগ হবে জম্মু-কাশ্মীর ব্যাঙ্কও ।
সেই সঙ্গে আইডিবিআই IDBI ব্যাঙ্কে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্যে এই নিয়োগ (IDBI Recruitment 2023) করা হবে। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফ থেকে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই মতো নিয়োগ শুরু হয়েছে।
কীভাবে আবেদন হবে?
গত ১৫ সেপ্টেম্বর থেকে এই পদের জন্যে নিয়োগ (IDBI Recruitment 2023) করা হবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ইচ্ছুক পর্থিরা দ্রুত এই পদের জন্যে আবেদন করুন। আইডিবিআই IDBI ব্যাংকের শূন্যপদের জন্যে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই লিঙ্ক- http://idbibank.in ক্লিক করতে হবে।
নিয়োগের প্রক্রিয়া কী?
পরীক্ষার মাধ্যমে ব্যাঙ্কে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের (IDBI Recruitment 2023) জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেবে ব্যাঙ্ক গুলি। পরীক্ষা আগামী ২০ অক্টোবর হতে পারে বলে জানা গিয়েছে। অনলাইনের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে। সেখান থেকে বাছাই করে নেওয়া প্রার্থীকে ইন্টারভিউর জন্যে ডাকা হবে।
এই পদের জন্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (IDBI Recruitment 2023) দেখে নিন।এই লিঙ্কে- IDBI Recruitment 2023 – ক্লিক করতে হবে। বিস্তারিত পড়েই আবেদন করুন এই পদের জন্য।
শূন্যপদের খবর :
আইডিবিআই IDBI ব্যাঙ্কে ৬০০ টি জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্যে নিয়োগ করা হবে।
বয়স সংক্রান্ত তথ্য :
সর্বনিম্ন ২০ বছর বয়স থেকে এই পদের (IDBI Recruitment 2023) জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা :
IDBI ব্যাঙ্কের তরফে দেওয়া এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে (IDBI Recruitment 2023) স্পষ্ট ভাবে বলা হয়েছে। তবে মান্যতা প্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম স্নাতক পাশ করতেই হবে আবেদনকারীকে। শুধু তাই নয়, যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট হলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। এই বিষয়ে আরও জানতে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে ভালো ভাবে পড়ে নিতে হবে।