আমার বাংলা ডেস্ক : গ্রাহকদের সুবিধার্থে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করলো ভারতের উল্লেখযোগ্য দুটি ব্যাঙ্ক। SBI (State Bank of india) এবং ICICI ( Industrial Credit and Investment Corporation of India ) RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকদের জন্য UPI লেনদেনের সুবিধা শুরু করেছে। এখন SBI এবং ICICI এই দুটি ব্যাঙ্কের গ্রাহকরা RuPay ক্রেডিট কার্ড থেকে UPI অ্যাপের সঙ্গে লিঙ্ক করে লেনদেন করতে পারবেন।
এখন SBI এবং ICICI ব্যাঙ্কের গ্রাহকরা তাদের RuPay ক্রেডিট কার্ডগুলির সাহায্যে UPI অ্যাপের মাধ্যমে লিঙ্ক করে লেনদেন করতে পারেন। এর ফলে উপকৃত হবে সাধারণ গ্রাহকরা। এছাড়াও, এখন এই দুটি ব্যাঙ্কের গ্রাহকরা তাদের RuPay ক্রেডিট কার্ডের সঙ্গে BHIM ( Bharat Interface for Money) অ্যাকাউন্টও লিঙ্ক করতে পারবেন। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, BHIM ( Bharat Interface for Money) অ্যাপটি ১১টি ব্যাঙ্ককে RuPay ক্রেডিট কার্ড (Credit card) লিঙ্ক করার অনুমতি দিয়েছে।
দেশের একমাত্র সরকারি ব্যাংক হল RBI (Reserve Bank of India)। ২০২২ সালে RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্টের সুবিধা শুরু করেছে। এর ফলে ব্যবহারকারীরা শুধুমাত্র স্ক্যান করেই UPI এর সাহায্যে পেমেন্ট অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যাবহার করে পেমেন্ট করতে পারবেন। BHIM (Bharat Interface for Money) অ্যাপ ছাড়াও, নির্বাচিত ব্যাঙ্কগুলির RuPay ক্রেডিট এর মাধ্যমে UPI ব্যাবহার করে Google Pay, Paytm, PhonePe, PayZapp এবং Freecharge-এ লিঙ্ক করা যাবে।
আপনার ক্রেডিট কার্ড ( Credit card ) লিঙ্ক করতে, প্রথমে আপনাকে আপনার BHIM UPI খুলতে হবে। এর পর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে যেতে হবে।এরপর, আপনাকে অ্যাকাউন্ট লিঙ্ক বিভাগে যেতে হবে এবং (+) এ ক্লিক করতে হবে। এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড (Credit card ) এই দুটি Option দেখতে পাবেন। আপনাকে ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করতে হবে।
আপনার কার্ডের শেষ ছয়টি সংখ্যা এখানে দিতে হবে। এবং আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। এরপর আপনার UPI পিন সেট করতে হবে।এরপর থেকেই আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন। এই ব্যবস্থায় গ্রাহকরা বিশেষ ভাবে উপকৃত হবেন বলে মনে করছে কর্তৃপক্ষ।