Headlines

মৎস দফতরে একাধিক পদে নিয়োগ করবে WBPSC! শুরু হতে চলেছে আবেদন গ্রহণ, জেনে নিন বিস্তারিত

আমার বাংলা ডেস্ক : রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন মন্ত্রক এবং দফতরে কর্মী নিয়োগ করছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি)।একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে কমিশনের তরফ থেকে। আবারও একটি বিভাগে নিয়োগের জন্য ইঙ্গিত-সূচক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে।

রাজ্য সরকারের যে দফতরে নিয়োগ হচ্ছে: ফিশারিজ়, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবারস বা মৎস্য দফতরের জন্য এই নিয়োগ।

কোন পদে কতো জন নিয়োগ হবে?

১. নিয়োগ হবে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে। মোট ৫০টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
২. অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রয়েছে ১৯টি শূন্যপদ।
বাকি শূন্যপদে সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে।
ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রয়োজনীয় বয়ঃসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম-সহ অন্যান্য বিষয় এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

আবেদনের প্রক্রিয়া কবে থেকে হবে?

নিয়োগ সংক্রান্ত তথ্য আগামী ২৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেখানেই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। আবেদনের জন্য আগ্রহীদের প্রথমে কমিশনের ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে।

কবে থেকে শুরু হবে আবেদন গ্রহণ?

আগামী ১১ অক্টোবর থেকে চলবে ১ নভেম্বর দুপুর ৩ টে পর্যন্ত। অফলাইনে আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ২ নভেম্বর। নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য জানার জন্য কমিশনের ওয়েবসাইটেই নজর রাখতে হবে প্রার্থীদের।

Leave a Reply