আমার বাংলা ডেস্ক : গতিধারা (Gatidhara Scheme) হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত একটি উন্নয়ন কর্মসূচি। এই স্কিমটি পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থানের আনা হয়। এর আওতায় রাজ্য সরকার বেকার যুবকদের বাণিজ্যিক গাড়ি কেনার জন্য ভর্তুকি (Subsidy) দেয়। এই প্রকল্পের অধীনে, পশ্চিমবঙ্গ সরকার বাণিজ্যিক যানবাহন কেনার জন্য ৩০ শতাংশ ভর্তুকি প্রদান করে। বাকি টাকা ক্রেতা বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে শোধ করতে পারবেন।
শ্রম দফতর এই প্রকল্পের ভর্তুকির টাকা দেয়। কিন্তু পরিবহন দফতর এই প্রকল্প (WB Gatidhara Scheme) বাস্তবায়ন করবে। এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের শহর ও গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরি করা। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক-সহ আরও কিছু উন্নয়নমূলক সংস্থাকে ঋণ ও আর্থিক সহায়তা প্রদানের জন্য বলেছে রাজ্য সরকার। অন্য কথায়, গতিধারা স্কিম (gatidhara prakalpa) হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি উন্নয়ন কর্মসূচি যেখানে রাজ্য সরকার বেকার যুবকদের মধ্যে বাণিজ্যিকভাবে যানবাহন ক্রয়ের জন্য ভর্তুকি দেয়।
গতিধারা প্রকল্পের সুবিধা?
• বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের অধীনে বাণিজ্যিকভাবে যানবাহন কিনতে পারবেন এতে করে তাঁদের কর্মসংস্থান বাড়বে।
• এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার ৩০ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করবে, যার মানে হল যে রাজ্য সরকার বাণিজ্যিক যানবাহন কেনার মোট খরচের ৩০ শতাংশ প্রদান করবে। ভর্তুকি হিসাবে সর্বোচ্চ ১ লাখ টাকা সরকার দেবে। মহিলারা ভর্তুকি হিসেবে দেড় লাখ টাকা পান।
• পারমিট পাওয়ার ক্ষেত্রে সুবিধাভোগীদের অগ্রাধিকার দেওয়া হয়।
• যুবকরা একটি বাণিজ্যিক গাড়ি কেনার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ হিসাবে বাকি টাকা নিতে পারবে।
• ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ পরিশোধের জন্য কোন সময়সীমা নেই। এটি প্রাপ্ত টাকার পরিমাণের উপর নির্ভর করবে।
গতিধারা স্কিমের জন্য কারা আবেদন করতে পারেন?
• তাহলে আসুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এই উন্নয়ন প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারেন। অর্থাৎ, এই স্কিমের জন্য আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা থাকতে হবে।
• আবেদনকারীর বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। OBC শ্রেণীর আবেদনকারীরা ৪৮ বছর পর্যন্ত এবং ST/SC রা ৫০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
• গতিধারা স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীর পরিবারের মাসিক আয় হতে হবে ২৫ হাজার টাকার নীচে।
• একটি পরিবারের শুধুমাত্র একজন সদস্য গতিধারা স্কিমের জন্য আবেদন করতে পারেন৷ এর মানে হল যে আপনার পরিবারের কোনও সদস্য যদি ইতিমধ্যেই গতিধারা স্কিমের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না।
• আবেদনকারীর নাম অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে। এর মানে হল যে যুবক-যুবতী, যারা ইতিমধ্যেই কোনও কাজের সঙ্গে যুক্ত, তাঁরা এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
• গতিধারা প্রকল্পের জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরের কোনও ব্যক্তিকে এই প্রকল্পের আওতায় আনা হবে না।
• শারীরিক প্রতিবন্ধী যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন৷ তবে এক্ষেত্রে তাঁকে মানদণ্ড পূরণ করতে হবে।
গতিধারা স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন?
আপনি যদি গতিধারা স্কিমের জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হন তবে আপনাকে নির্দিষ্ট নথিপত্র সহ আবেদন করতে হবে। আপনার আবেদনপত্রটি প্রথমে পরিবহন বিভাগে যাবে এবং সেখান থেকে আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। আপনাকে আঞ্চলিক পরিবহণ অধিকারিক (RTO) অফিসে যোগাযোগ করতে হবে। যানবাহন-বিক্রেতারা গতিধারা স্কিমের জন্য অনুমোদিত ফ্যাসিলিটেটর। আবেদনকারীকে তাঁর পছন্দের ডিলারের কাছে প্রয়োজনীয় নথি-সহ আবেদন জমা দিতে হবে।
রাজ্য সরকার সম্প্রতি পশ্চিমবঙ্গে গতিধারা মেলার মাধ্যমে যুবকদের মধ্যে ভর্তুকি চেক বিতরণ করেছে।
প্রয়োজনীয় কাগজপত্র
• প্রকল্পের অধীনে ভর্তুকি জন্য আবেদন ফর্ম (২ সেট)
• পারিবারিক আয়ের শংসাপত্র (জেরক্স কপি – ২ সেট)
• স্ব-ঘোষণা (জেরক্স কপি – ২ সেট)
• পারমিটের জন্য আবেদনপত্র (মালবাহী গাড়ি, স্টেজ ক্যারেজ, কন্ট্রাক্ট ক্যারেজ ১ সেট)
• এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তালিকাভুক্তির প্রমাণ (জেরক্স কপি – ২ সেট)
• বয়স প্রমাণের ফটোকপি (জেরক্স কপি – ২ সেট)
• ঠিকানার প্রমাণের ফটোকপি। (জেরক্স কপি -২ সেট)
• পরিচয় প্রমাণ (জেরক্স কপি – ২ সেট)
• ব্যাংক A/C এর প্রমাণের ফটোকপি (জেরক্স কপি- ২ সেট)
• রঙিন পাসপোর্ট সাইজের ছবি (৬ কপি)
• গতিধারা ফ্যাসিলিটেটর দ্বারা জারি করা গাড়ির জন্য কোটেশান