Headlines

ভূমি সংস্করণ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর লোক নিয়োগ করবে WBPSC! জেনে নিন বিস্তারিত

চাকুরি পার্থীদের জন্য দারুণ সুখবর । সামনে লোকসভা ভোট আর এই ভোটকে কেন্দ্র করে রাজ্যে একের পর এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখেছি WBPSC তরফ থেকে ফুড সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার নাগরিক এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে।এখানে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য গুলি যেমন শূন্য পদের নাম, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, কারা কারা এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন, এই আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত তথ্য গুলি নিম্নে আলোচনা করা হয়েছে।

কোন পদের জন্য আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গের জেলার ভূমি সংস্করণ দপ্তরে তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল “ডাটা এন্ট্রি অপারেটর” পদ।

কী ভাবে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে?
পশ্চিমবঙ্গের জেলার ভূমি সংস্করণ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদের আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের, বাছাই ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারীদের নিয়োগ পত্র দেওয়া হবে।

কী ভাবে করবেন আবেদন?
অংশগ্রহণের জন্য পূর্বে কোন আবেদন প্রক্রিয়া করার প্রয়োজন নেই। যে সকল চাকরি প্রার্থীরা, আবেদনে অংশগ্রহণ করতে চান তারা তাদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সহ ইন্টারভিউ এর দিন ইন্টারভিউয়ের স্থানে সময়মতো পৌঁছে গেলেই হবে। তবে আবেদনকারীর সঙ্গে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপি থাকতে হবে।

কী কী ডকুমেন্ট লাগবে?
অংশগ্রহণ করতে হলে চাকরি প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো নিম্নলিখিত।

১.জন্ম প্রমাণপত্র।

২.শিক্ষাগত যোগ্যতার নথিপত্র।

৩.আধার কার্ড ও ভোটার কার্ড।

৪.আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার।

৫.কম্পিউটার সার্টিফিকেট।

৬.পূর্ব অভিজ্ঞতার প্রমাণ পত্র, যদি থাকে।

কবে হবে ইন্টারভিউ?
পশ্চিমবঙ্গের জেলার ভূমি সংস্করণ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে ইন্টারভিউ এর তারিখ 06-10-2023 সকাল 11 টা থেকে দুপুর 2 টা পর্যন্ত ধার্য করা হয়েছে। তাই সকল আবেদনকারী চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট সময়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :
আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। তার সঙ্গে কিছু শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। সে সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। এছাড়াও চাকরি প্রার্থীর যোগ্যতা হিসেবে সরকারি চাকরি রিটায়ার্ড হলে অগ্রাধিকার পাবে।

বয়স সীমা :
চাকরিপ্রার্থীদের ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।

কী ভাবে নিয়োগ করা হবে?
পশ্চিমবঙ্গের জেলার ভূমি সংস্করণ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে যে কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগ করা হবে তা স্থায়ী পদ নয়। এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের চুক্তি ভিত্তিক নিয়োগ পত্র দেওয়া হবে।

Leave a Reply