Headlines

চাকরির ধামাকা! ICDS সুপারভাইজার পদে ৩০০০ কর্মী নিয়োগ! বেতন মাসে ২৭০০০! জেনে নিন বিস্তারিত

চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যে WBPSC ICDS সুপারভাইজার পদে কর্মী নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। সরকারের বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশিত WBPSC ICDS সুপারভাইজার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য নিচে আলোচনা করা আজকের এই প্রতিবেদনে।

WBPSC ICDS Supervisor Vacancy 2023

পদের নাম (Post Name) – সুপারভাইজার (Supervisor)।

মোট শূন্যপদ – ৩ হাজার।

বয়স সীমা (Age) – ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) – চাকরি প্রার্থীদের ICDS অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। তাহলে সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন।

বেতন (Salary) – প্রতি মাসে ২৭,০০০/- হাজার টাকা বেতন থাকবে।

নিয়োগ প্রক্রিয়া ( Selection Process) – চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে, মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। মেইন পরীক্ষায় পাশ করার পরে নতুন একটি মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্টের নাম থাকলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে পাশ করলে চাকরিপ্রার্থীকে সরাসরি নিয়োগ করা হবে।

পরীক্ষার পদ্ধতি:
MCQ Objective Type :
মোট নম্বর : ১০০
মোট প্রশ্ন : ১০০
পরীক্ষার সময় : ১ ঘন্টা
নেগেটিভ মার্কি : ১/৩

কোন কোন বিষয়ে পরীক্ষা হবে?
পেপার ১ – ইংলিশ
পেপার ২ – বেঙ্গলি, হিন্দি, নেপালি
পেপার ৩ – জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
পেপার ৪ – ম্যাথমেটিক্স
পরীক্ষার সময় 90 মিনিট ১ টি পেপার।
ইন্টারভিউ ( Interview) – ৫০ নম্বর।
ফাইনাল মেরিট লিস্ট– মেইন্স + ইন্টারভিউ

কোন ওয়েবসাইটিতে আবেদন করবেন :
http://www.wbpsc.gov.in ( Application Fee – 160/-).

আবেদন পদ্ধতি ( How To Apply) –
চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। WBPSC এর ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। খুব শীঘ্রই আবেদন শুরু হবে।

Leave a Reply