সম্প্রতি স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল রাজ্যের জেলা দপ্তরের পক্ষ থেকে। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ছেলে এবং মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানানো হল। Employment No.- 02/DLSA/KPG/2023
পদের নাম – Stenographer
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা এবং কম্পিউটার ও প্রিন্টার অপারেটিং বিষয়ে সাম্যক ধারণা থাকলে চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৩,৫০০/- টাকা।
বয়সসীমা – ১ জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি – সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে নিজেদের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র একটি মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।
আবেদন ফি – প্রত্যেক আবেদনকারীকে এককালীন ৩৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা – The Chairman, District Legal Services Authority (DLSA) Kalimpong, at P.O & Dist- Kalimpong, Pin Code- 724201