আমার বাংলা ডেস্ক : প্রচুর নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। বিপুল পদে নিয়োগ করতে চলেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে। সম্প্রতি সেই প্রেক্ষিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে। প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, ২ হাজার শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ করবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্রের প্রিন্ট আউট ডাউনলোড করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত। এরপর নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হবে চলতি বছরের নভেম্বর মাসে।
কীভাবে আবেদন করবেন?
• প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে যেতে হবে।
• হোমপেজে পিও রিক্রুটমেন্ট-এর জন্য লিঙ্কে ক্লিক করতে হবে।
• সমস্ত বিবরণী দিয়ে লগ ইন করতে হবে এবং আবেদনপত্র পূরণ করতে হবে।
• প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।
• আবেদনপত্র জমা দেওয়ার পর ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্টআউট রেখে দিতে হবে।
বেতন
নিযুক্তদের শুরুতে বেসিক পে বাবদ মিলবে ৪১৯৬০ টাকা। মাসিক বেতন মিলবে ৩৬০০০ থেকে ৬৩৮৪০ টাকা।
যোগ্যতা
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে স্নাতক হতে হবে। স্নাতকের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ইন্টারভিউয়ের ডাক পেলে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের স্নাতক পাশের প্রমাণ দেখাতে হবে।
বয়সসীমা
প্রার্থীদের ২০২৩ সালের ১ এপ্রিল অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
মোট তিনটি পর্যায়ে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। প্রথম দু’টি পর্যায়ে থাকবে প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা। অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। এরপর তৃতীয় পর্যায়ে থাকবে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ। দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে।
আবেদন ফি
সাধারণ বিভাগের প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে এসসি, এসটি প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।