আমরা আর্থিকভাবে উন্নতি সকলেই করতে চাই।আমাদের মনেহয় আমরা চাকরি করলে উন্নতি করতে পারবো । আবার, অনেকে ভাবে ব্যাবসা সাধারনত অনেক পুঁজি না হলে করা যায় না! আমরা যদি চাকরির পাশপাশি ব্যাবসা করি তাহলে আর্থিক ভাবে অনেকটাই উন্নত হতে পারবেন।আপনারা অনেক রকম ব্যাবসার কথা জানেন তমনি একটি ব্যবসা হল চিনি ( sugar) ব্যবসা। যে ব্যবসা করে আপনি দিনে কম করে ৩০০০-৪০০০ ইনকাম করতে পারবেন।
১)চিনির পাইকারি ব্যবসা :
আপনারা হয়তো চিনির ব্যবসার কথাটা শুনে অবাক হবেন। যে চিনির ব্যবসাতে কি এত পরিমান লাভ করা সম্ভব? কিন্তু এই কথাটা বাস্তব আপনি যদি মনে করেন চিনির ব্যবসা করে প্রতিদিন ৩০০০ থেকে ৪০০০ টাকা ইনকাম করতে পারবেন। এমন অনেক ব্যবসায়ী আছেন যারা চিনির ব্যবসা করে জীবনে সফল হয়েছেন।সাধারণত যারা চিনির ব্যবসা করে থাকেন তারা অনেকে ক্ষয়-ক্ষতির কবলে পড়ে থাকেন।আর এদের মধ্যে বেশিরভাগ তারাই ক্ষতিগ্রস্ত হয় যারা চিনি তৈরির সঠিক কারখানার ঠিকানা জানে না।আপনি যদি এই ক্ষেত্রে চিনি তৈরির কারখানা অর্থাৎ যেখান থেকে চিনি উৎপাদন করা হয় সেখান থেকে চিনি ক্রয় করে খুচরা এবং পাইকারি দরে বিক্রি করেন তাহলে এখান থেকে আপনি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন।আপনি এই ক্ষেত্রে সমস্ত ধরনের ট্রান্সপোর্ট খরচ নিয়ে প্রতি কেজি চিনি ৩০ টাকায় কিনতে পারবেন। আপনি এখান থেকে চিনি কিনে বাজারে সেগুলো বিক্রি করতে পারবেন ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে।তাহলে এখানে আপনি যদি ১০০ কেজি চিনি এই দামে বিক্রি করতে পারেন তাহলে প্রতিদিন আপনার ইনকাম হবে ১২০০ টাকা।যত বেশি বিক্রি করতে পারবেন তত ইনকাম হবে আপনার। সাধারনত অনেক ব্যবসার থেকে এটি সহজ।তাই আপনি যদি পড়াশোনা বা কাজের পাশাপাশি কোন ব্যবসা করতে চান তাহলে সরাসরি শ্রেণির ব্যবসায় যুক্ত হতে পারেন। চিনির পাইকারি ব্যবসা করে অনেক ব্যবসায়ী জীবনে সফল হয়েছেন।
চিনি পাইকারি কোথায় পাবেন ?
খুচরা চিনি বিক্রি করার ফলে পাইকারি ভাবে চিনি বিক্রি করলে অনেক বেশি লাভ-বান হওয়া যায়। অনেকে চিনি কোথায় থেকে নিবেন সেটা খুঁজে বের করতে পারে না এবং সঠিক জায়গা তারা পাননা।যার ফলে তারা এই ব্যবসায় লাভের চেয়ে ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন বেশি। আপনি চাইলে আপনি যে এলাকাতে চিনির পাইকারি ব্যবসা করতে চান তার আশেপাশে চিনি উৎপাদনের কারখানাগুলোতে যোগাযোগ করতে পারেন বা বাইরে কোথাও থেকে কম দামে চিনি পাইকারিভাবে কিনে আনতে পারেন।আপনি যদি চিনির কারখানা থেকে কিনতে পারেন তাহলে আরো অনেক কম হয়ে যাবে দাম।
চিনির পাইকারি ব্যবসায় লাভ কেমন ?
চিনির পাইকারি ব্যবসা করার মাধ্যমে আপনি চাইলেই খুব সহজে ভালো পরিমাণে লাভ করতে পারবেন। কেননা প্রতিনিয়ত মানুষের চিনি লাগে আর তারা কোন না কোন জায়গা থেকে চিনি ক্রয় করে থাকে। ধরুন আপনি কোন একটি কারখানা থেকে ৩০ টাকা পাইকারি দরে ১০০ কেজি চিনি ক্রয় করলেন।আপনি এবার এই ১০০ কেজি চিনি ৪২ টাকা বা ৪০ টাকা দরে বাজারে বিক্রি করলেন।তাহলে এই ক্ষেত্রে আপনার লাভের পরিমাণ দাঁড়াবে ১০০০ টাকার কাছাকাছি। আপনি যত বেশি চিনি কিনতে পারবেন এবং যত বেশি বিক্রি করতে পারবেন আপনার লাভের পরিমাণ ততো বেশি বৃদ্ধি পাবে। চিনির ব্যবসা অন্যান্য ব্যবসার থেকে প্রকৃতপক্ষে অনেক সহজ একটি ব্যবসা পদ্ধতি।তাছাড়া এই ব্যবসায় অন্যান্য ব্যবসার থেকে ঝুঁকির সম্ভাবনা অনেক কম।তাই আপনারা চাইলে পড়াশোনা বা চাকরির পাশাপাশি এই চিনির ব্যবসা শুরু করতেই পারেন।