রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যে সাব ডিভিশন (SDO) অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, শুধু মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। রাজ্যের স্বাস্থ্য কেন্দ্র গুলিতে সামাজিক স্বাস্থ্য কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
পদের নাম : সামাজিক স্বাস্থ্য কর্মী (Social Health Workers)
কী শিক্ষাগত যোগ্যতা লাগবে?
যে সমস্ত চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এ-ছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে কিন্তু মাধ্যমিক পরীক্ষার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
কত বয়সসীমা হলেই আপনি আবেদন করতে পারবেন এই পদের জন্য ?
যে সকল চাকরি প্রার্থী এসসি, এসটি ও ওবিসি জাতির মধ্যে পরে তাদের বয়স হতে হবে নূন্যতম 22 বছর এবং সর্বাধিক 40 বছরের মধ্যে। এছাড়াও সাধারণ জাতির জন্য বয়স হতে হবে নূন্যতম 30 বছর।
কী ভাবে করবেন আবেদন জেনেনিন?
চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাশ করে রয়েছে বা আবেদন করতে ইচ্ছুক তারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে বা লিঙ্ক ক্লিক করে https://north24parganas.gov.in/ অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে। এরপর আবেদন পত্র প্রিন্ট আউট বের করে তা সঠিক তথ্য দিয়ে পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় বা SDO অফিসে নিয়োগ করা হবে।
জরুরি ডকুমেন্টস :
1. বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
4. পাসপোর্ট সাইজের ছবি
5. পরিচয় পত্র
6. বাসিন্দা প্রমাণ
7. আধার বা ভোটার কার্ড
8. পদ সম্পর্কে জরুরি ডকুমেন্টস
কিভাবে হবে নিয়োগ প্রক্রিয়া ?
যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে সফল হবে তাদের নিয়োগ করা হবে মূলত মাধ্যমিক পাশ নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে এর পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পত্র জমা করার তারিখ :
অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন 20 সেপ্টেম্বর থেকে এবং অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন 06 অক্টোবর 2023 পর্যন্ত।