Headlines

পলিউশন কন্ট্রোল বোর্ডে কর্মী নিয়োগ করবে পরিবেশ মন্ত্রক! বেতন ৬০০০০ টাকা! কিভাবে করবেন আবেদন?

চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ,পলিউশন কন্ট্রোল তথা দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে কর্মী নিয়োগ (Pollution Control Board Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যেসব চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুখবর। সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে চাইলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন।

কোন সংস্থা নিয়োগ করছে ?

দূষণ নিয়ন্ত্রণ বোর্ড তথা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

কোন কোন পদে নিয়োগ হচ্ছে?

প্রধান তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। যথা,
১)কনসালট্যান্ট A
২)কনসালট্যান্ট B
৩)কনসালট্যান্ট C

কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন?

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা কি থাকলে আপনি আবেদন করতে পারবেন?
01/09/2023 এর হিসাবে বয়সের ঊর্ধ্বসীমা 65 বছর। এর নিচে বয়স হলেই আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন কত ?

১)কনসালট্যান্ট A পদের জন্য মাসিক বেতন 60,000/- টাকা,
২) কনসালট্যান্ট B পদের জন্য বেতন 80,000/- টাকা এবং
৩) কনসালট্যান্ট C পদের ক্ষেত্রে বেতন 1,00,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

কিভাবে আবেদন করবেন ?

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. নিয়োগের অনলাইন আবেদন এর লিংকে ক্লিক https://cpcb.nic.in/index.php করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপ করুন।
২. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।
৩. নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

৪. যাবতীয় ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে দিন।

৫. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

কতো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন?

আগামী 10/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। আবেদনের লিংক https://cpcb.nic.in/index.php

Leave a Reply