Headlines

বাড়িতে বসেই করুন পেপার স্ট্র-র ব্যবসা! আর মাসে রোজগার করুন বিরাট অংকের টাকা, জানুন বিস্তারিত

বর্তমান সময়ে পরিবেশ দূষণ রোধ করার ক্ষেত্রে প্লাস্টিক জাতীয় দ্রব্যের পরিবর্তে কাগজের দ্রব্যের চাহিদা বাড়ছে। এক্ষেত্রে কাগজ ব্যবহার করে তৈরি করা পণ্যের গুরুত্ব যেহেতু বাড়ছে তাই কাগজ ব্যবহৃত ব্যবসার ক্ষেত্রেও লাভ তুলনামূলকভাবে বেশি। তাই আপনি স্বল্প বিনিয়োগে কাগজের তৈরি পণ্য উৎপাদন করে বিক্রি করতে চাইলে সেই ব্যবসায়(Business) প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য একটি নতুন ব্যবসার(Business Idea) কথা আলোচনা করা হলো। এখন পরিবেশ দূষণ রোধ করার জন্য প্লাস্টিকের স্ট্র ব্যবহার বন্ধ করা হয়েছে। অপরদিকে কাগজের স্ট্র্র-র চাহিদা ধীরে ধীরে বাড়ছে। এটি যেহেতু পরিবেশ বান্ধব তাই বর্তমান বাজারে প্রচুর চাহিদা রয়েছে। আপনি যদি নতুন কোন ইউনিক ব্যবসা করতে চান তাহলে পেপার স্ট্র ব্যবসা(Paper Straw Business) আপনার জন্য লাভজনক হতে পারে।

প্রথমে অল্প অল্প করে শুরু করে ধীরে ধীরে আপনি এই ব্যবসা বাড়াতে পারেন। তবে এই ব্যবসাতে মেশিন, অন্যান্য যন্ত্রাংশ এবং প্রচুর জায়গার প্রয়োজন হয়। তাই এই ব্যবসা করতে গেলে একটু বেশি টাকা বিনিয়োগ করতে হবে। যদিও সরকারের তরফ থেকে মোটা অংকের টাকার লোন পাওয়া যায়। এই ব্যবসার ক্ষেত্রে নিজস্ব জমি থাকলে সবথেকে বেশি সুবিধা হয়। এবার সেই জমিতে প্রায় এক হাজার বর্গফুট জায়গা জুড়ে কারখানার মতো তৈরি করতে হবে।

এর পাশাপাশি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিনতে হবে যার জন্য প্রায় লাখ দশেক টাকা খরচ হতে পারে। এর সাথেই ফার্নিচার এবং অন্যান্য জিনিসপত্র কিনতে গেলে আরো দেড় লক্ষ টাকা পর্যন্ত লাগবে। এরপর কিছুটা মূলধন বা পুঁজি আপনার রাখতে হবে সে ক্ষেত্রে ৪ থেকে ৫ লক্ষ টাকা হাতে নিয়ে ব্যবসায় নামতে হবে।

তবে KVIC র রিপোর্ট অনুসারে, এই ব্যবসার ক্ষেত্রে আপনি প্রায় ১৪ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে যদি এই ব্যবসা করা যায় তাহলে দুই থেকে তিন বছরের মধ্যেই আপনার বিনিয়োগের অংক আপনার হাতে চলে আসবে। এই ব্যবসা থেকে প্রত্যেক মাসে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব হয়।

Leave a Reply