Headlines

পুজোর আগেই চাকরির ধামাকা! ৭৩০০ শূন্যপদে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য! জেনে নিন বিস্তারিত

রাজ্যের চাকরি প্রার্থীদের খুশির খবর। ৭৩০০ স্বেচ্ছাসেবক নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিটি ব্লক ও মহকুমায় তৈরি থাকবে স্বেচ্ছাসেবক। কোন বিপদের খবর পেলেই দ্রুত পৌঁছে যাবেন আপদ মিত্র -রা। রাজ্যের ২৩টি জেলায় ৭৩০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ব্লক থেকে নিয়োগ করা হবে ৭৩০০শূন্যপদে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য তুলে ধরা হল।

কোন জেলায় কটি করে আসন রয়েছে?

• উত্তর ২৪ পরগনা – ৬০০ টি।

• কলকাতা – ৬০০টি।

• মালদা – ৫০০টি।

• মুর্শিদাবাদ – ৪০০টি।

• নদিয়া – ৪০০টি।

• জলপাইগুড়ি – ৪০০টি।

• হাওড়া – ৪০০টি।

• হুগলি – ৪০০টি।

• আলিপুরদুয়ার – ৩০০টি।

• বাঁকুড়া – ৩০০টি।

• উত্তর ও দক্ষিণ দিনাজপুর – ৩০০টি।

• বীরভূম – ৩০০টি।

• কুচবিহার – ৩০০টি।

• দার্জিলিং – ৩০০টি।

• পূর্ব ও পশ্চিম বর্ধমান – ৩০০টি।

• দক্ষিণ চব্বিশ পরগনা – ২০০টি।

• পূর্ব ও পশ্চিম মেদিনীপুর – ২০০টি।

রাজ্যের ২৩টি জেলায় ৭৩০০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত করার জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে প্রশাসন। নিয়োগের জন্য এনসিসি, এনএসএস, স্কউট, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, সেনাবাহিনীর প্রার্থন প্রশিক্ষণ দেওয়া হবে কর্মীদের। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ‘আপদ মিত্র’ প্রকল্পের মাধ্যমে আবশ্যিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। প্রতি ব্লক থেকে ১০জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। এছাড়াও বড় ধরনের ব্লকের ক্ষেত্রে ১০ জনের বেশি নিয়োগ করা হবে।

স্বেচ্ছাসেবকদের ১২ দিনের একটি ট্রেনিং করা হবে। ট্রেনিং করার পর বিপর্যয় মোকাবিলার জন্য তাদেরকে একটি প্রাথমিক ‘কিট’ দেওয়া হবে। যেমন একটি টস, হেলমেট, গামবুট, বাঁশি, দড়ি ইত্যাদি। গ্রামে বা শহরে কোথাও দুর্ঘটনা ঘটলে স্বেচ্ছাসেবকরা আগে গিয়ে ঝাঁপিয়ে পড়বেন এইসব জিনিস নিয়ে। রাজ্যজুড়ে ৭৩০০ ভলেন্টিয়ার প্রশিক্ষণ হবে। আধিকারিক কমল চক্রবর্তী বলেন মুর্শিদাবাদ জেলায় প্রশিক্ষনের লালবাগে ব্যবস্থা করা হচ্ছে। জনগণ বিভিন্ন বিপদের আগে অবহিত করতে। শিক্ষিত করতে এবং সচেতন করার জন্য এদেরকে কাজে লাগানো হতে পারে। চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য SDO অফিসে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে, সাত দিনের ট্রেনিং নিয়ে সম্পূর্ণ করতে পারেন আবেদন প্রক্রিয়া।

Leave a Reply