আমরা প্রত্যেকেরই ভবিষ্যৎ এর কথা চিন্তা করি। চিন্তা থেকেই মানুষ বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকে। নিজেদের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগের বিভিন্ন পথ বেছে নেন সাধারণ মানুষ। কেউ টাকা জমা রাখেন ব্যাংকে, আবার কেউ টাকা জমা রাখেন ব্যাংকের ফিক্সড ডিপোজিট কিংবা পোস্ট অফিসে। আবার অনেকেই বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন টাকা।
এখন বিভিন্ন শ্রেণীর মানুষদের জন্য স্কিম প্রদান করে থাকে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এল আই সি। বহু বিনিয়োগকারী নিরাপদ ও ভরসার জায়গা এল আই সি। তবে মাঝে-মধ্যেই এল আই সি বিভিন্ন প্ল্যানের পরিবর্তন করে থাকে। কিছু প্ল্যান মাঝে-মধ্যে বন্ধ করে দেওয়া হয়। আজ তেমনই একটি প্ল্যান সম্পর্কে আপনাদের জানাব যেটি খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে।
এল আই সি ধন সমৃদ্ধি প্ল্যান বন্ধ হয়ে যেতে চলেছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে।প্রাইম প্রিমিয়াম প্ল্যান এটি। এল আই সি এই বিষয়ে জানিয়েছিল, গ্রাহকদের একবার অর্থ বিনিয়োগ করতে হবে এল আই সির মানি গ্রোথ পলিসিতে এবং সারা জীবন সুবিধা নিতে পারবেন এই প্ল্যানের। সঞ্চয়ের পাশাপাশি জীবন সুরক্ষার সুবিধাও রয়েছে এই প্ল্যানে। এছাড়াও এল আই সির এই প্ল্যানে রয়েছে ঋণের সুবিধাও।
পলিসি কেনার ৩ মাস পর থেকে গ্রাহকরা ঋণের সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল। ১০, ১৫ ও ১৮ বছরের মেয়াদের প্ল্যানে বিনিয়োগ করার অপশন ছিল।
এল আই সি এই প্ল্যান চালু করে গত ২৩ শে জুন। তবে বেশিদিন এই প্ল্যানটি বাজারে টিকতে পারল না। এল আই সি জানিয়েছে, আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ডিসকন্টিনিউ করা হবে এল আই সির মানি গ্রোথ পলিসিটি।