বন্ধ হচ্ছে দমদম-টালিগঞ্জ মেট্রো পরিষেবা! কত দিন? বাড়ছে যাত্রী ভোগান্তির আশঙ্কা

নিত্য কর্মযাত্রীদের দ্রুততম যাতায়াতের অন্যতম মাধ্যম কলকাতা মেট্রো (Kolkata Metro)। বহু সময় ধরে, এই পরিষেবা নিত্যযাত্রীদের সময় বাঁচিয়ে তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে। কিন্তু, যদি জানতে পারেন সেই মেট্রো পরিষেবা বন্ধ হতে চলেছে? শুনেই ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন! তবে সম্প্রতি এমনই এক খবর প্রকাশ পেয়েছে। যা যাত্রীদের উদ্বেগের মধ্যে ফেলেছে। পাশাপাশি দিচ্ছে স্বস্তিও।

Advertisements

বন্ধ হচ্ছে দমদম-টালিগঞ্জ মেট্রো পরিষেবা?

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বন্ধ হতে পারে দমদম-টালিগঞ্জ মেট্রো পরিষেবা। স্বভাবতই, এই লাইনের নিত্যযাত্রীদের বেশ ভোগান্তি হতে চলেছে। কিন্তু কেন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত? আসুন জেনে নেওয়া যাক। জানা যাচ্ছে, দমদম-টালিগঞ্জ মেট্রোর ব্লু লাইন সংস্কারের কাজ করতেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisements

বহু সময় ধরে এই টানেলের কোনো সংস্কার না হওয়ায় অনেক সমস্যা দেখা দিচ্ছে, যা ভবিষ্যতে বিপদ ঘটাতে পারে। সেই আসন্ন বিপদ এড়াতেই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত কর্তৃপক্ষের। কমপক্ষে ৪ বছরের একটি পুনর্গঠন প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এই সময় মেট্রোর সংস্কারের কাজ চলার দারুন সময়ে সময়ে একাধিক মেট্রো আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে।

৪০ বছর পর হবে টানেলের সংস্করণ

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, সংস্থা RITES টানেলের একটি সমীক্ষা করছে। যাতে লাইনের পরিকাঠামো থেকে সিভিল স্ট্রাকচার, সম্পূর্ণ ব্যবস্থার একটি সার্বিক মূল্যায়ন উঠে আসবে। তারপর সমীক্ষা শেষ হলেই লাইন পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে। যদিও জানা গেছে, এই সমীক্ষা প্রায় শেষের দিকেই।

Advertisements

জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, রিপোর্ট হাতে পেলে পুরোনো রুটের স্টেশন গুলিতে লিফ্ট বা এসকেলেটর বসানো যায় কিনা সেই নিয়েও আলোচনা করবেন। সমীক্ষা সফল হলে, রেল বোর্ডের সাথে কথা বলে সেই সব পরিষেবার দরুন প্রয়োজনীয় টাকার দাবি রাখা হবে।

কত দিন চলবে কাজ?

আপাতত, ৪০ বছর ধরে একভাবে পরিষেবা দিয়ে চলেছে দমদম-টালিগঞ্জ মেট্রো। সময়ে সময়ে তার তার অভ্যন্তরীন সংস্কার কিছু কিছু ক্ষেত্রে হলেও এবার প্রয়োজন পুনর্নির্মাণ। তেমনটাই বলছে সংস্থা RITES সমীক্ষা। নাহলে দেওয়ালে ধস বা ট্রাক ফিটিংয়ের ক্ষয়ের মত সমস্যা বেড়েই চলবে। আর বড়সড় বিপদ ঘটবে যেকোনো সময়। তাই তড়িঘড়ি এই পুনর্নির্মাণ প্রয়োজন।

তবে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে যাত্রীগণের উদ্দেশ্যে জানানো হয়েছে, টানেলের কাজ চলাকালীন যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণে দিনের বেশ কিছুটা সময় মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। আর টানেল সংস্কারের পাশাপাশি উত্তর-দক্ষিণ ব্লু লাইনটির সিগন্যালিংও আপডেট করবে কর্তৃপক্ষ। ভবিষ্যতের যাত্রী সুবিধাই মূলত এই টানেল পুনর্গঠনের একমাত্র লক্ষ্য।

Leave a Comment