কন্যাশ্রী প্রকল্পে প্রচুর নিয়োগ! সময় শেষ হওয়ার আগেই জেনে নিন আবেদন পদ্ধতি

আমার বাংলা ডেস্ক : এবার বিরাট সুখবর পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য। ‘কন্যাশ্রী’ রাজ্যে সরকারের রূপায়িত একটি জনপ্রিয় প্রকল্প। প্রতি বছর বহু শিক্ষার্থী এই প্রকল্পে আবেদন করে থাকেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান করে সরকার। বলাবাহুল্য প্রতি বছর এই প্রকল্পের কাজের জন্য প্রায়শই বিভিন্ন স্তরের কর্মী নিয়োগ করে রাজ্যে সরকার।

Advertisements

সম্প্রতি এই কন্যাশ্রী প্রকল্পেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যেকোনো চাকরিপ্রার্থী এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল এই প্রতিবেদনে।

পদের নাম- ডেটা ম্যানেজার
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার কোর্সের উপর যেকোনো সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। এছাড়াও প্রার্থীকে কমপক্ষে প্রতি মিনিটে ৩০ টি শব্দ স্পীডে টাইপিংয়ের দক্ষতা রাখতে হবে।

Advertisements

মাসিক বেতন- ১১,০০০/- টাকা।
বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নির্ভুল ভাবে সেটিকে পূরণ করতে হবে। তারপর অনলাইনে আবেদন জানানোর সময় সেটিকে আপলোড করতে হবে। অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।

Advertisements

আবেদনের শেষ তারিখ- ৩০ সেপ্টেম্বর ২০২৩।

Leave a Comment