আমার বাংলা ডেস্ক : উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেধাবী পড়ুয়াদের সহায়তা করার জন্য সরকারি এবং বেসরকারি বহু স্কলারশিপ রয়েছে। এরকমই একটি স্কলারশিপ হচ্ছে ইন্সপায়ার স্কলারশিপ (Inspire Scholarship)। বেশিরভাগ স্কলারশিপগুলিতেই আবেদন করার জন্য হয় পারিবারিক রোজগারের বার্ষিক সীমা বেঁধে দেওয়া হয়, নাহলে সংরক্ষিত শ্রেণীর পড়ুয়া হতে হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের এমনও একটি স্কলারশিপ রয়েছে যেখানে আবেদন করতে গেলে কেবলমাত্র ভালো ফলাফলের প্রয়োজন হয়। কোনো রকম আয়ের সীমা কিংবা অন্যান্য শর্তাবলী প্রযোজ্য হয় না এখানে।
কেন্দ্রীয় সরকারের দেওয়া এই বৃত্তিটির নাম হল INSPIRE SHE SCHOLARSHIP। এই স্কলারশিপটি দেওয়া হয় সেইসব পড়ুয়াদের, যারা গ্র্যাজুয়েশন লেভেলে সায়েন্সের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন। এই বৃত্তি বা স্কলারশিপে আবেদন করলে পড়ুয়ারা বার্ষিক 60 হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। অর্থাৎ মাসিক 5 হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপের আওতায়।
ইন্সপায়ার স্কলারশিপে বৃত্তির টাকার পরিমাণ :
এই ইন্সপায়ার স্কলারশিপটিতে আবেদনকারী এবং নির্বাচিত পড়ুয়াদের প্রত্যেককে মাসিক 5 হাজার টাকা করে মোট বার্ষিক 60 হাজার টাকা বৃত্তি হিসেবে দেওয়া হয়।
ইন্সপায়ার স্কলারশিপের জন্য আবেদন পদ্ধতি :
(1) ইন্সপায়ার স্কলারশিপের জন্য ঘরে বসেই খুব সহজে আবেদন করা যাবে। আবেদন করার জন্য, প্রথমেই https://online-inspire.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর, নিজেদের বৈধ ফোন নম্বর এবং মেল আইডি দিয়ে ওয়েবসাইটে নিজেদের রেজিস্টার করে নিতে হবে প্রার্থীদের।
(2) এরপর “Apply Now” অপশনটিতে ক্লিক করুন।এখানে এবার আপনি একটি আবেদন পত্র দেখতে পাবেন।
নিজেদের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদন পত্রটি ফিলাপ করতে হবে।
(3) তারপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের ছবি আপলোড করতে হবে।
(4) অবশেষে, ‘Submit’ অপশনটি ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
ভারত সরকারের এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য অবশ্য প্রার্থী দের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যেগুলি নিম্নরূপ :
ইন্সপায়ার স্কলারশিপের শর্তাবলী
(1) আবেদনকারী পড়ুয়াকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের বা দেশের টপ 1% পরীক্ষার্থীর মধ্যে আসতে হবে।
(2) যদি পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক স্তরে চূড়ান্ত ভালো ফলাফল না-ও হয়, কিন্তু সর্বভারতীয় স্তরের পরীক্ষা, যেমন NEET অথবা JEE ADVANCE এ প্রথম 10 হাজারের মধ্যে rank এসে থাকে, তাহলেও সেই সব পড়ুয়ারা এখানে আবেদন যোগ্য।
(3) আবেদনকারী পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের পর বেসিক সায়েন্স, অর্থাৎ, Physical Science, Chemical Science, Biological Science, Mathematical Science ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে।