পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। এখন,রাজ্যে রেল বিভাগে ‘হল্ট কন্ট্রাক্টর’ টিকিট বিক্রেতা পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার চাকরি প্রার্থীগন আবেদন জানাতে পারবেন। পুরুষ ও মহিলা সকলে আবেদনের যোগ্য। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতার প্রয়োজন।
কোন পদে আবেদন হচ্ছে ?
পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে যে পোস্ট এর জন্য আবেদন হচ্ছে তা হল হল্ট কন্ট্রাক্টর (Halt Constructor)
কেমন যোগ্যতার প্রয়োজন এই পোষ্ট এর জন্য?
এই ,পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ। এছাড়াও চাকরি প্রার্থীদের অবশ্যই ইংরেজি পড়তে জানতে হবে।
কত বয়সসীমা প্রয়োজন ?
এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং বয়স হতে হবে সর্বাধিক 45 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
চাকরির বেতন কাঠামো কী রকম হবে?
এখানে নিযুক্ত কর্মীদের বেতন দেওয়া হবে। যেমন,
১) 1/- থেকে 15,000/- টাকার টিকিট বিক্রি করলে 15% পাবেন।
২)15,001/- থেকে 50,000/- টাকার টিকিট বিক্রি করলে 12% পাবেন।
৩) 50,001/- থেকে 1,00,000/- টাকার টিকিট বিক্রি করলে 09% পাবেন।
৪)1,00,001/- থেকে 2,00,000/- টাকার টিকিট বিক্রি করলে 06% পাবেন।
৫)2,00,001/- বা তারও বেশি টাকার টিকিট বিক্রি করলে 03% পাবেন।
আবেদন জানাবেন কোন পদ্ধতিতে ?
হল্ট কন্ট্রাক্টর পদে আবেদন জানাতে গেলে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য,
১) আপনার যাবতীয় তথ্য যেমন নাম-ঠিকানা বয়স জাতি ইত্যাদি তথ্য আবেদনপত্রে জানতে চাওয়া হবে। সেখানে তা নির্ভুলভাবে প্রদান করবেন।
২) আবেদনপত্রে আপনার নাম অভিভাবকের নাম বয়স ঠিকানা শিক্ষা যোগ্যতা ইত্যাদি তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে।।
৩) এরপর আবেদনপত্রে নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর সই করে দিতে হবে পাশাপাশি আবেদন পত্র একটি সই করে দিতে হবে এরপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জেরক্স কপি আবেদন পত্রের সাথে জুড়ে দিতে হবে।
৪) শেষে একটি খাম নিয়ে তার ভেতরে ডকুমেন্টস ও আবেদন পত্রটি ভরে নিন এবং নির্দিষ্ট ঠিকানায় সময়ের মধ্যে ডাক পোস্টের মাধ্যমে বা নিজেকে আবেদন পত্র জমা করে দিন।
বিস্তারিত জেনে নিন https://er.indianrailways.gov.in/TenderDetails_cpp.jsp?T_ID=6962&lang=0&id=0,3 লিংক-এ ক্লিক করে।
কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ?
অক্টোবর মাসে আগামী 19 তারিখের 19.10.2023 মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
কোথায় আবেদনপত্র পাঠাতে হবে?
Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building, Room No.44, Kaizer Street, Kolkata -700014