Headlines

MTS-এ বিরাট নিয়োগ! বেতন ৫৭০০০ টাকা পর্যন্ত, শীঘ্রই শুরু হচ্ছে আবেদন, জেনে নিন বিস্তারিত

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বড় সুযোগ। প্রকাশিত হল MTS নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। MTS পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য তুলে ধরা হল।

পদের নাম – MTS

শিক্ষাগত যোগ্যতা – চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই মাধ্যমিক পাস করা থাকলেই চলবে।

বেতন – আগ্রহী চাকরিপ্রার্থীদের প্রতি মাসে লেভেল ১অনুযায়ী ১৮,০০০/- থেকে ৫৬,৯০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স সীমা – ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী চাকরি প্রার্থীদের MTS পদে আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

কী ভাবে হবে নিয়োগ ?
এখানে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট নেওয়া হবে। Paper 1 CBT – SSC, Skill Test, Documents Verification, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে কোন ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে না।

কেমন হবে পরীক্ষা?

বিষয় – Reasoning – 25 questions – 25 number.
Numerical Aptitude- 25 questions- 25 number.
General awareness and CA – 50 questions – 50 number.
Question: 100, Marks: 100, Time: 90 minutes,

আবেদন ফি কত?

Gen/OBC/EWS – 100 টাকা।
Female/SC/ST/EWS – আবেদন করার জন্য কোন ফি লাগবে না।

আবেদন শুরুর তারিখ – ১০ ই অক্টোবর ২০২৩।
আবেদনের শেষ তারিখ – ৩১ শে অক্টোবর ২০২৩ পর্যন্ত।

Leave a Reply