রাজ্যে মধ্যবিত্ত মানুষের জন্য দারুণ সুখবর। লোকসভা নির্বাচনের আগে মধ্যবিত্তদের জন্য নতুন আবাসন প্রকল্প নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। এ জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিলে সুদের ক্ষেত্রে বড় ধরনের ছাড় মিলবে।কেন্দ্রীয় সরকার শহরাঞ্চলে ছোট বাড়ির জন্য ভর্তুকি-যুক্ত ঋণ প্রদানের জন্য পাঁচ বছরে ৬০০ বিলিয়ন টাকা করবে।
কেন্দ্রীয় সরকারের এক সূত্র জানিয়েছে, কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ব্যাঙ্কগুলি এই প্রকল্পটি আগামী কয়েক মাসের মধ্যে চালু করতে পারে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। এই প্রকল্পে ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণের পরিমাণের উপর ৩-৬.৫% সুদের ভর্তুকি দেওয়া হবে।
সূত্রের মতে এই প্রস্তাবিত স্কিমটি ২০ বছরের মেয়াদ সহ ৫০ লক্ষ টাকার কম হাউজিং লোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘সুদের ভর্তুকি সরাসরি হোম লোন সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা করা হবে। এই স্কিমটি ২০২৮ সাল পর্যন্ত।
এই প্রকল্পের সুবিধা শহরাঞ্চলে বসবাসকারী নিম্ন আয়ের লোকেরা পেতে পারেন, যাঁরা ঋণ নিতে চান। তবে ভর্তুকির পরিমাণ নির্ভর করবে এ ধরনের বাড়ির চাহিদার ওপর।
১৫ অগাস্টের ভাষণে মোদি বলেছিলেন, ‘আগামী বছরগুলিতে, আমরা এমন পরিকল্পনা নিয়ে আসছি যা সেই পরিবারগুলিকে উপকৃত করবে।’
এই বিষয়ে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক এবং অর্থ মন্ত্রকের কাছে পাঠানো ইমেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে, বর্তমানে এ বিষয়ে ব্যাঙ্কগুলোকে কোনও লক্ষ্যমাত্রা দেওয়া হয়নি, তবে দ্রুত সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।