FDতে সুদের হার বাড়ালো HDFC! খুশির হাওয়া গ্রাহক মহলে

আমার বাংলা ডেস্ক : ভারতের সেরা বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি জনপ্রিয় বেসরকারি ব্যাংক হল HDFC ব্যাংক। কয়েকদিন আগেই HDFC ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটে পরিবর্তন করে। বর্তমানে উপার্জিত টাকা সঞ্চয় করার একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে গ্রাহকরা কোন প্রকার ঝুঁকি ছাড়াই খুব ভালো নিশ্চিত রিটার্ন পায়।

Advertisements

বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের ১ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে ৭.২০ শতাংশ থেকে ৭.৩৫ শতাংশ সুদের হার অফার করছে এর ফলে বেজায় খুশি ব্যাংক গ্রাহকেরা। ৪ই সেপ্টেম্বর, ২০২৩ তারিখ এইচডিএফসি ব্যাংক ২ কোটি টাকার বেশি টাকার উপরের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করেছে।

HDFC ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেটের তালিকা :

Advertisements

সম্প্রতি এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্টর পরিমাণ বৃদ্ধি করেছে। এইচডিএফসি ব্যাঙ্ক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফিক্সড ডিপোজিটের নতুন ইন্টারেস্ট রেটের তালিকা প্রকাশ করেছে। এবার দেখে নেওয়া যাক এইচডিএফসি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেটের তালিকা।

নং বিনিয়োগের সময়সীমা ইন্টারেস্ট রেটের তালিকা 
১) ১ বছর থেকে ১৫ মাসের ফিক্সড ডিপোজিট ৭.৩৫ শতাংশ 
২) ১৫ মাস থেকে ১৮ মাসের ফিক্সড ডিপোজিট ৭.২০ শতাংশ 
৩) ১৮ মাস থেকে ২১ মাসের ফিক্সড ডিপোজিট ৭.২০ শতাংশ 
৪) ২১ মাস থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিট ৭.২০ শতাংশ 
৫) ২ বছর ১ দিন থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিট ৭.২০ শতাংশ 
৬) ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিট ৭.২০ শতাংশ 
৭) ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট ৭.২০ শতাংশ 

 

Advertisements

ফিক্সড ডিপোজিটে আপনি ম্যাচুরিটি হওয়ার আগে পর্যন্ত টাকা তুলতে পারবেন না অথবা মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আপনি আপনার একাউন্টেটি বন্ধ করতে পারবেন না। কিন্তু ব্যাংক অস্বাভাবিক পরিস্থিতিতে যেমন মৃত্যু কালীন পরিস্থিতিতে ফিক্সড ডিপোজিটের জমা করা টাকা ম্যাচুরিটির আগেই তুলতে অনুমতি দিতে পারে।

Leave a Comment