আবাস যোজনা নিয়ে মানুষের মনে জড়ো হচ্ছে একাধিক প্রশ্ন। নতুন করে আবাস যোজনা পাওয়ার ক্ষেত্রে কি কি শর্তাবলি রাখা হয়েছে? কারা পাবেন আবাস যোজনার বর্ধিত প্রকল্প আবাস প্লাসের ঘর? আপনিও কি আবাস যোজনায় আবেদন করেছেন? তাহলে আবাস যোজনার নতুন বাড়ি প্রাপকের তালিকায় আপনারও নাম আছে কিনা তা জানতে নিচের পদ্ধতি অনুযায়ী ২০২৩ সালের Pradhan Mantri Awas Yojana (Gramin) সরকারি লিস্টটি দেখে নিন।
নতুন করে আবাস যোজনা পাওয়ার ক্ষেত্রে কী কী শর্তাবলি রাখা হয়েছে?
কারা পাবেন আবাস যোজনার বর্ধিত প্রকল্প আবাস প্লাসের ঘর? আপনিও কি আবাস যোজনায় আবেদন করেছেন? তাহলে আবাস যোজনার নতুন বাড়ি প্রাপকের তালিকায় আপনারও নাম আছে কিনা তা জানতে নিচের পদ্ধতি অনুযায়ী ২০২৩ সালের Pradhan Mantri Awas Yojana (Gramin) এর সরকারি লিস্টটিতে অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন।
আবাস যোজনায় ঘর পাওয়ার নতুন শর্তাবলি :
১) আবাস যোজনায় আবেদনকারীর পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
২) আবেদনকারীর কোনো পুরোনো পাকা বাড়ি থাকলেও আবাস যোজনায় আবেদন করতে পারবেন না।
৩) আবাস যোজনায় পাকা বাড়ির জন্য আপনার নিকটবর্তী পঞ্চায়েত প্রধানের অফিস, কিম্বা ব্লক অফিস অথবা পৌরসভা তে গিয়ে আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
৪) বাড়ি তৈরির জন্য তিন কিস্তিতে মোট ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। আবেদন গৃহীত ও ভেরিফিকেশনের পরে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হয়।
৫) এরপর বাড়ি তৈরির প্রগ্রেস কতটা এগলো তা সরকারের প্রতিনিধি পরিদর্শন করে দ্বিতীয় কিস্তিতে আরও পঞ্চাশ হাজার টাকা এবং সবশেষে বাকি দশ হাজার টাকা দেওয়া হয়।
আবাস যোজনার তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন?
P M Awas Yojana -র নতুন তালিকায় আবেদনকারীর নাম রয়েছে কিনা তা জানার জন্য প্রথমে https://pmayg.nic.in/ এই পোর্টালে গিয়ে Awassoft এর অন্তর্গত Report এ যান। এরপর Beneficiary Details For Verification এ প্রেস করুন।
এখন যে নতুন পেজটি ওপেন হবে তাতে State, District, Block, Municipality বা Panchayat নির্বাচন করে Submit করলেই প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকায় কে কে ঘর পেয়েছেন তা দেখতে পাবেন। আবেদন গৃহীত হওয়ার পর টাকা Sanction হয়েছে না Pending আছে তাও স্ট্যাটাসে দেখতে পাবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দেশের যেসকল পরিবারগুলোর পাকাবাড়ি নেই তাদের ঘর তৈরিতে সহায়তা করার জন্য ২০১৫ সালে নতুন করে PM Awas Yojana শুরু করে মোদি সরকার। এর আগে এটি ইন্দিরা আবাস যোজনা নামে প্রসিদ্ধ ছিল। কেন্দ্র সরকার ও ভারতের অঙ্গরাজ্য গুলির মিলিত প্রয়াসে এই যোজনাকে বর্ধিত করে দেশজুড়ে গৃহহীনদের পাকা বাড়ি তৈরির লক্ষমাত্রা নেওয়া হয় ২০২৪ সাল পর্যন্ত। এরমধ্যে শহরের পাকা বাড়ি গুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহরাঞ্চল) এবং গ্রামের ক্ষেত্রে তা প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) নামে প্রসিদ্ধি লাভ করেছে। উল্লেখ্য, আবাস যোজনায় বাড়ি তৈরিতে কেন্দ্র ও রাজ্য সরকার ৩:২ অনুপাতে টাকা দিয়ে থাকে। সরকার সূত্রে খবর, দেশজুড়ে শহর ও গ্রামীণ এলাকায় এখনো পর্যন্ত ৩ কোটিরও অধিক সরকারি অনুদানে পাকা বাড়ি তৈরি করা সম্পন্ন হয়েছে।