ভারতবর্ষের দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকে। শুধু সরকার নয় বিভিন্ন সময় বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলিও স্কলারশিপের মাধ্যমে দরিদ্র ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সাহায্য করে। আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করতে চলে যেটা বেসরকারি। যেখান থেকে পড়ুয়ারা বছরে ৩৫ হাজার বা তারও বেশি পরিমাণ অর্থ শিক্ষার জন্য পেতে পারে।
আজ আমরা তেমনই একটি বেসরকারি স্কলারশিপ Bharathi Cement Scholarship 2023 এর ব্যাপারে আলোচনা করতে চলেছি। যেখান থেকে ছাত্র-ছাত্রীরা বছরে ১০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপের অর্থ পেতে পারে। বর্তমানে Bharathi Cement Scholarship 2023 – 24 এর আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ 15/10/2023. সুতরাং হাতে আর খুব বেশি সময় নেই, দ্রুত আবেদন করতে হবে। তবে নিখুঁত আবেদন করার পূর্বে এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানার পরামর্শ দেওয়া হচ্ছে।
কারা পেতে পারে এই স্কলারশিপ?
ভারতের অন্যতম জনপ্রিয় ভারতী সিমেন্ট কর্পোরেশনের তরফ থেকে এই প্রাইভেট স্কলারশিপের সু বন্দোবস্ত করা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে নবম থেকে সাধারণ কলেজ পড়ুয়া, ইঞ্জিনিয়ারিং, পোস্ট গ্রাজুয়েট, আইটিআই ডিপ্লোমা করা মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সুবিধা প্রদান করা হয়।
স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে?
স্কলারশিপের মাধ্যমে বছরে ন্যূনতম ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ 35 হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাওয়া যায়। তবে এই টাকার পরিমাণ পড়ুয়াদের ক্লাস ভিত্তিক আলাদা আলাদা। যে সমস্ত পড়ুয়া নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং ITI করছে তারা বছরে 10 হাজার টাকা স্কলারশিপ পাবে। সাধারণ কলেজের ছাত্র-ছাত্রী যারা BA, B.COM, B.SC, BCA ডিগ্রি করছে তারা বছরে 20 হাজার টাকা পাবে। ডিপ্লোমা করছে এমন পড়ুয়ারা পাবে 15 হাজার টাকা। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-ছাত্রী যারা B.TECH অথবা BE করছে তারা বছরে ৩৫ হাজার টাকা পাবে। পোস্ট গ্রাডুয়েশন করছে এমন ছাত্র-ছাত্রীরা বছরে ২৫ হাজার টাকা করে স্কলারশিপের সুবিধা পাবেন।
কী কী যোগ্যতা থাকা দরকার?
১) ছাত্র-ছাত্রীকে ভারতীয় নাগরিক হতে হবে।
২) পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে ।
৩) রেগুলার স্টুডেন্ট হতে হবে।
4) ব্যাংক একাউন্ট থাকতে হবে।
৫) ফুল টাইম করতে ভর্তি হতে হবে।
৬) ভারত সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া আবশ্যক।
কিভাবে করবেন আবেদন?
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নিবন্ধের নিচে ডাইরেক্ট ‘APPLY LINK’ প্রদান করা হলো। আপনার সেই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। খেয়াল রাখবেন আবেদন করার সময় যাতে কোন ধরনের ভুল না হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আবেদন করার সময় কি কি ডকুমেন্টস প্রয়োজন।
কী কী নথি দরকার?
১) ফটো আইডেন্টিটি প্রুফ
২) ব্যাংক একাউন্ট ডিটেলস
৩) পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট
৪) পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
৫) মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট
৬) পরিবারের বার্ষিক সার্টিফিকেট
৭) পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট।
শেষ তারিখ কবে?
স্কলারশিপ এর জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই বহুদিন আগে শুরু হয়ে গিয়েছে. আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15/10/2023।