Headlines

এবার আধার কার্ড তৈরি হবে বিনামূল্যে! পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা রাজ্যের

আমার বাংলা ডেস্ক : পড়ুয়াদের জন্য বিনামূল্যে আধার কার্ড তৈরি শুরু হল আজ থেকে। প্রতিটি ব্লকে ২টি করে আধার শিবির তৈরি হয়েেছ। সেখানেই আধার কার্ড তৈরি করে দেওয়া হবে পড়ুয়াদের। রাজ্যের প্রায় ৯ লক্ষ পড়ুয়ার আধার নেই বলে জানা গিয়েছে। সেকারণে বিনা মূল্যে আধার কার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর।

তাই জেলায় জেলায় রাজ্যের প্রতিটি ব্লকে আজ থেকে আধার কার্ড তৈরি করা হবে পড়ুয়াদের জন্য। এমনই ঘোষণা করেছে রাজ্যের শিক্ষা দফতর। ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে আধারের নিয়ম। কারণ এবার থেকে জন্ম সংশাপত্র ছাড়া আধার কার্ড করানো যাবে না বলে নির্দেশিকা জারি করেছে মোদি সরকার।

সেকারণেই রাজ্যের পড়ুয়াদের আধার কার্ড তৈরিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। আজ থেকে ব্লকে ব্লকে শিবির খুলে বিনামূল্যে পড়ুয়ােদর আধার কার্ড তৈরি করা হবে। গতকালই রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে সেই তথ্য। প্রতি ব্লকে ২টি করে এনরোলমেন্ট সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে পড়ুয়ােদর নাম নথিভুক্ত করতে হবে। তারপরে সব বায়োমেট্রিক তথ্য দিয়ে তৈরি করে দেওয়া হবে আধার কার্ড।

প্রত্যেক জেলা শাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। অনেক জায়গায় প্রযুক্তিগত কারণে দেরি হলেও বুধবারেই অধিকাংশ জায়গায় খোলা হবে এই শিবির। সংবাদ মাধ্যমেও বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য জুড়ে মোট ২৭৬টি আধার কেন্দ্র খোলা হয়ছে পড়ুয়াদের জন্য। ব্যাঙ্ক অথবা স্কুলে খোলা হয়েছে আধার সেন্টার। বেসরকারি স্কুলের পড়ুয়ারাও এই আধার সেন্টারে এসে আধার কার্ড তৈরি করতে পারবেন।

Leave a Reply