Headlines

মাসে বিনিয়োগ করুন ১৫০০ টাকা! আর রিটার্নে পেয়ে যান ৩০ লক্ষ! পোস্ট অফিসের এই নতুন স্কিম অবাক করে দেবে

পোস্ট অফিসে টাকা রেখে পেয়ে যান দুর্দান্ত রিটার্ন।বর্তমান দিনে সঞ্চয় একটা বড়ো কারন। নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রত্যেক মানুষেরই সঞ্চয়ের দিকে মন দেওয়া উচিত। এমন অবস্থায় নিজেদের সঞ্চয়কে সেভিংস করার জন্য বা তা বিনিয়োগ করতে এখনও বহু ব্যক্তিই পোস্ট অফিসকে ভরসা করে । আর এর একমাত্র কারণ হচ্ছে পোস্ট অফিসের দুর্দান্ত রিটার্ন(Return)।

দূর্দান্ত রিটার্ন থেকে শুরু করে রয়েছে নানাবিধ স্কিমের সুবিধা। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে অল্প সেভিংসের উপর বা রেকারিংয়ের উপর আলাদা আলাদা জনহিতকর স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিস। ঠিক এরকমই একটা স্কিম হলো ‘Gram Suraksha Scheme’ খুব সামান্য পরিমাণ অর্থ বিনিয়োগ করেই প্রচুর টাকা লাভ করা যায় এই স্কিম থেকে।

দৈনিক ৫০ টাকা অর্থাৎ মাসিক ১৫০০ টাকা বিনিয়োগ করার সুবিধা রয়েছে এই স্কিমে। এবং এই স্কিমে ম্যাচিউরিটির পর হাতে পাবেন প্রায় ৩১ থেকে ৩৫ লক্ষ টাকা। এক্ষেত্রে বিনিয়োগকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৯ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর। এবং ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক।

পোস্ট অফিস থেকে পাওয়া খবর অনুযায়ী, এই স্কিমের মিনিমাম সাম আইশিওর হলো ১০,০০০ থেকে ১০ লাখ টাকার মধ্যে। পাশাপাশি রয়েছে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বাৎসরিক ভিত্তিতে বিনিয়োগ করার সুবিধা। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার স্কিমে বিনিয়োগ করলে অন্তত ৩ বছর চালাতেই হবে। যদিও এক্ষেত্রে কোনো সুদ পাওয়া যাবে না। কিন্তু সমস্ত জমানো টাকা ফেরত পেয়ে যাবে উক্ত বিনিয়োগকারী। কিন্তু যদি বিনিয়োগকারী এই স্কিম তার মেয়াদ পূর্তি পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে এককালীন হাতে পাবেন ৩০ লাখেরও বেশি টাকা।

কী ভাবে ৩১ থেকে ৩৫ লাখ টাকা পাবেন?

কোনো ব্যক্তি ১৯ বছর বয়স থেকে মাসে মাত্র ১৫১৫ টাকা করে বিনিয়োগ করছেন‌। সেক্ষেত্রে যখন তার ৫৫ বছর বয়স হবে তখন তিনি পেয়ে যাবেন প্রায় ৩১.৬০ লক্ষ টাকা। যদি এর চেয়ে কম সময়ের জন্য বিনিয়োগ করেন সেক্ষেত্রেও একটি মোটা টাকা আসবে। তবে যদি এককালীন মোটা টাকা পেতে চান তাহলে মেয়াদ পূর্তি পর্যন্ত অপেক্ষা করাই ভালো।

Leave a Reply