উৎসবের মরশুমে বিশাল ধামাকা ৷ বিরাট সুখবর পেতে চলেছেন গ্রাহকেরা সাধারণ মানুষেরা ৷ তবে এই খবর সেই সমস্ত মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যাঁরা বিনিয়োগ করেন তাঁদের জন্য বড় খবর ৷ কেননা রেকারিং বা আরডি যাঁরা করেন তাঁরা অনেক বড় সুবিধা পেতে পারেন ৷ মোদি সরকারের অত্যন্ত বড় ধামাকা, দীপাবলির আগে বিনিয়োগ সংক্রান্ত বিষয় বড় উপহার৷ উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সরাসরি প্রভাবিত হতে চলেছেন ৷ এবার বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক ৷
মোদি সরকারের পক্ষ থেকে অত্যন্ত বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাঁচ বছরের মেয়াদে পোস্ট অফিসের রেকারিং-এ সুদের হার বৃদ্ধি করা হয়েছে৷ এরফলে যাঁরা রেকারিং করেছেন তাঁদের জন্য অত্যন্ত বড় খবর ৷ পাঁচ বছরের মেয়াদে রেকারিং-এ সুদের হার বৃদ্ধি হয়ে ৬.৭ শতাংশ করা হয়েছে৷ যাঁরা দীর্ঘ সময় দরে রেকারিং করেছেন তাঁদের জন্য বেশি সুদের দারুণ অফার আসতে চলেছে ৷
অন্যদিকে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ এদের মধ্যে প্রবীণ নাগরিকদের সেভিংস স্কিম৷ সিনিয়র সিটিজেন সেভিংস সার্টিফিটেকে সুদের হার ৮.২ শতাংশ৷ এই স্কিমে যে কেউই বিনিয়োগ করতে পারেন৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশপত্র ও সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার অপরিবর্তিত৷
সরকারের পক্ষ থেকে প্রতি তিন মাস ছাড়া ছাড়া সুদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাক৷ পোস্ট অফিসে আরডিতে সুদের হার ৬.৭ শতাংশ, পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে সুদের হার ৭.৪ শতাংশ৷ সিনিয়র সিটিজেন সেভিংস সার্টিফিটেকে সুদের হার ৮.২ শতাংশ ৷ এই স্কিমে যে কেউই বিনিয়োগ করতে পারেন৷