রিলায়েন্স ফাউন্ডেশন তরফ থেকে দারুণ সুযোগ স্নাতক স্কলারশিপের লক্ষ্য দেশের সব প্রান্তের মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক শিক্ষার জন্য সহায়তা করা। এই স্কলারশিপ তাদের পড়াশুনা চালিয়ে যেতে, সফল ভাবে পেশাদার হতে, তাদের স্বপ্নগুলিকে উপলব্ধি করতে, নিজেদের উন্নত করতে এবং ভারতের ভবিষ্যত কে উজ্জ্বল করতে। রিলায়েন্স এর তরফ থেকে আর্থিক সাহায্য।সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য তাদের সম্ভাবনা উন্মোচন করার ক্ষমতা দেয়।
কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ?
১. আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
২.আবেদনকারী ছাত্রছাত্রীদের অবশ্যই একটি স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউটে যেকোনো বিষয়ে পূর্ণ-সময়ের স্নাতক (UG) ডিগ্রির প্রথম বর্ষে নথিভুক্ত হতে হবে।
৩.আবেদনকারীরা ন্যূনতম ৬০% নম্বর সহ দাদ্বশ শ্রেণী পাশ করে থাকতে হবে। আবেদনকারীদের বার্ষিক টাকার পরিমান- Reliance Foundation সংস্থার পক্ষে জানানো হয়েছে ,
৪.চলতি বছরে পড়াশোনা চলাকালিন আবেদনকারী যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ২,০০,০০০/- টাকা বার্ষিক স্কলারশিপ পেতে পারেন। যে সমস্ত পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ১৫,০০,০০০ টাকার নিচে তারাই এই স্কলারশিপে আবেদনের যোগ্য। যেসব আবেদনকারীর পারিবারিক আয় ১,৫০,০০০/- টাকার কম তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
টাকার পরিমান কত?
Reliance Foundation সংস্থার পক্ষে জানানো হয়েছে , চলতি বছরে পড়াশোনা চলাকালিন আবেদনকারী যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ২,০০,০০০/- টাকা বার্ষিক স্কলারশিপ পেতে পারেন।
কিভাবে করবেন আবেদন ?
ইচ্ছুক প্রার্থীরা বাড়িতে বসেই নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাড়িতে বসে আবেদন করার জন্য প্রার্থীদের Reliance Foundation প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইট লিঙ্ক https://scholarships.reliancefoundation.org/UG_Scholarship.aspx এ গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সমস্ত তথ্যাদি সঠিকভাবে পূরণ করার পর ‘সাবমিট’ বটনে ক্লিক করতে হবে। আবেদন করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা চাই।
আবেদনের সময়সীমা কত?
উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ১৫ই অক্টবর, ২০২৩ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।