Headlines

জননী সুরক্ষা স্কিমে ৬০০০ টাকা দিচ্ছে সরকার! প্রসূতিদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের! কিভাবে করবেন আবেদন?

কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক রকম স্কিম শুরু করেছে। এখন নিম্ন আয়ের পরিবারের গর্ভবতী মহিলাদের কথা ভেবে বিশেষ স্কিম চালু করেছে। আসন্নপ্রসবা মহিলা এবং সদ্যোজাত সন্তান মহিলাদের দেখাশোনার জন্য এই প্রকল্পের অধীনে মাসে ৬০০০ টাকা দিচ্ছে সরকার। এই প্রকল্পের নাম ‘জননী সুরক্ষা স্কিম’। গর্ভবতী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।নিম্নবিত্ত পরিবারে মা এবং সদ্যোজাত সন্তানদের স্বাস্থ্যের জন্য যে পুষ্টির দরকার হয়, তা থাকে না। কারণ, ওই পরিমাণ অর্থ খরচের সামর্থ্য থাকে না পরিবারের। সেই কথা ভেবেই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্প চালু করা হয়েছে।

সদ্যোজাত সন্তান এবং মা-য়ের স্বাস্থ্যের দেখাশোনার জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য করা। সরকারি হাসপাতাল ছাড়াও সরকার স্বীকৃত বেসরকারি হাসপাতালেও এই স্কিমের সুবিধা পাওয়া যাবে। তবে এই দুই ধরনের হাসপাতাল বাদ দিয়ে অন্য কোনও হাসপাতালে সন্তান জন্মগ্রহণ করলে সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’-এর অধীনে সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতি মাসের ১-৯ তারিখ পর্যন্ত গর্ভবতী মহিলাদের চেকআপ করা হয়।

প্রকল্পের সুবিধা পেতে কী কী নথিপত্রের প্রয়োজন?

জননী সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা পেতে

১. ব্যাঙ্ক অ্যাকাউন্ট,
২.আধার কার্ড,
৩.ভোটার কার্ড এবং
৪. সরকারি হাসপাতাল,
৫. যেখানে সন্তান জন্মগ্রহণ করেছে সেখানকার ডেলিভারি সার্টিফিকেট দরকার।

এই সমস্ত নথিপত্র প্রকল্পের আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র যাচাই করে তা অনুমোদিত হলে তবে প্রকল্পের টাকা পাওয়া যাবে। আশাকর্মীদের সহায়তায় এই প্রকল্পের অধীনে নাম লেখানো যাবে। আশাকর্মীরাই গর্ভবতী মহিলাদের নাম, তাঁদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাঁদের নাম প্রকল্পভুক্ত করবেন।

যাঁরা এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাঁদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে আশাকর্মীর অনুপস্থিতিতে ওই গ্রামের প্রধানও এই কাজ করতে পারেন। এমনিতে সমাজের সবস্তরের নাগরিকদের কথা চিন্তা করেই কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প চালু করেছে। যাতে রাজ্যের নাগরিক মহিলারা সুবিধা পান।

Leave a Reply