Headlines

চলবে না টালবাহানা! এবার ১ মাসের মধ্যেই গ্রাহকদের ফেরাতে হবে আসল নথি, ব্যঙ্কগুলিকে কড়া নির্দেশ RBI-র

আমার বাংলা ডেস্ক : বড় ঘোষণা আরবিআই-এর। ভারতের শীর্ষ ব্যাঙ্কের তরফে নির্দেশিকা জারি করে জানানো হল, এবার থেকে কোনও ঋণগ্রহীতা পুরো ঋণ শোধ করে দিলে তার একমাসের মধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্ককে যাবতীয় অরিজিনাল কাগজ ও নথি ফিরিয়ে দিতে হবে।

ব্যাঙ্কগুলি তা না করলে প্রতিদিন বিলম্বের জন্য ৫০০০ টাকা করে জরিমানা দিতে হবে। উল্লেখ্য, নিয়ম থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই নথি ফেরানো নিয়ে বেশ গড়িমসি করে থাকে ব্যাঙ্কগুলি। এই কারনে কড়া নির্দেশ দিল আরবিআই (RBI)।

আরবিআই (RBI) ঋণগ্রহীতাদের স্বস্তি দিয়ে গত মাসেই আরও ঘোষণা করেছিলেন আরবিআই(RBI) গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান, এবার থেকে ‘ফ্লোটিং’ থেকে ‘ফিক্সড’ রেটে বদল করা যাবে ঋণের ধরন। তাতে বাড়তি ঋণের বোঝা থেকে মুক্তি পারবেন ঋণগ্রহীতারা। হোম লোন বা অন্য কোনও ধরনের ঋণ নিয়ে থাকলে মানুষের নজর থাকে রেপো রেটের দিকে। কারণ প্রতি ত্রৈমাসিকে রেপো রেটের ওপরই নির্ভর করে ইএমআই EMI এবং ঋণের সুদের হার। রেপো রেটের বদলে ঋণের সুদের হারে পরিবর্তন হলে তা প্রভাবিত করে ঋণগ্রহীতাদের পকেটকে।এবার থেকে এই অনিশ্চয়তার দিকটি তুলে দিতে চাইছে আরবিআই (RBI)।

ঋণ নেওয়ার ক্ষেত্রে ফ্লোটিং রেট থেকে ঋণগ্রহীতাদের নির্দিষ্ট বা ফিক্সড হারে বদল করার নিয়ম চালু করার কথা ভাবছে আরবিআই(RBI)। শক্তিকান্ত দাস জানান, এই নতুন নিয়ম চালু করায় ফ্রেমওয়ার্ক তৈরির কাজ চলছে। শীঘ্রই এই নিয়ম কার্যকর হবে বলে আশ্বস্ত করেন তিনি। সেই ক্ষেত্রে ঋণদাতাদের স্পষ্ট ভাবে ঋণের যাবতীয় নিয়ম এবং ইএমআই সম্পর্কে ঋণগ্রহীতাদের অবগত করতে হবে। ঋণগ্রহীতাদের ঋণের সুদের হার পর্যালোচনা করার সুযোগও দিতে হবে।

Leave a Reply