Headlines

TET-এ আর আবশ্যিক নয় B.Ed! বিরাট ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

আমার বাংলা ডেস্ক : টেট (Teacher Ability Test) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতকাল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য রাজ্যস্তরে বিএড ডিগ্রি অধিকারী দের অগ্রাধিকার দেওয়া হত। এবার সেই নিয়মই এলো বদল। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড কোর্স সম্পূর্ণ করা প্রার্থীরাও টেট পরীক্ষা দিতে পারবেন বলে জানাল পর্ষদ। সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Primary Education Department) তরফে থেকে ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষে এই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই পাঠক্রমটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অনুমোদিত এবং পর্ষদ এর দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পড়ানো হবে। আবেদনকারীরা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক । এই পদের জন্য ৩৫ বছর বয়সি পার্থীরায় আবেদন করতে পারবেন ।

উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভ স্কোরের ভিত্তিতে শিক্ষার্থীদের বেছে নেওয়া হবে পর্থীদের। পরিবেশবিদ্যার নম্বর (ইলেকটিভ সাবজেক্ট নয়) ওই সেরা পাঁচটি বিষয়ের মধ্যে থাকলে, সেই নম্বরটি গ্রহণযোগ্য হবে না।

২০২৩-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পর্ষদের দেওয়া ওয়েবসাইটে ভর্তির পোর্টালও চালু করা হয়েছে। ওই পোর্টালে বয়সের প্রমাণপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এবং শংসাপত্র আপলোড করতে হবে। আবেদনকারীদের ১ হাজার টাকা আবেদন মূল্য হিসাবে জমা দিতে হবে।

Leave a Reply