Headlines

পুজোর আগেই এককালীন ১০ হাজার টাকা পাবে বাংলার ছাত্রছাত্রীরা! জানুন তরুণের স্বপ্ন প্রকল্পের বিস্তারিত

আমার বাংলা ডেস্ক : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ছাত্রছাত্রীর উন্নতির স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। বর্তমানে এমনই একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি ছাত্রছাত্রী পেয়ে যাবেন ১০ হাজার টাকা। শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। মেধা স্কলারশিপ, দরিদ্র ও অনগ্রসর পড়ুয়াদের জন্য স্কলারশিপ, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প-সহ নানান সমাজ উন্নয়নকারী প্রকল্প চালু হয়েছে রাজ্যে। তবে এসবের মাঝেই একটি বড় ঘোষণা করল সরকার। রাজ্যের পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

তরুণের স্বপ প্রকল্প কী ?
বর্তমানে রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য ১০ হাজার টাকার যে আর্থিক অনুদানের ব্যবস্থা করতে চলেছে। এই প্রকল্পের নাম হল ‘তরুণের স্বপ্ন প্রকল্প’। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের সার্বিক উন্নতি খাতে এই অর্থ ব্যয় করতে পারবে। এই তরুণের স্বপ্ন প্রকল্পটি অনেকের কাছে নতুন হলেও মাননীয় মুখ্যমন্ত্রী করোনা কালে ২০২১ সালে এই প্রকল্পটি চালু করেছিলেন।

কারা কারা এর সুবিধা পাবেন?

তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ১০ হাজার টাকা পেতে গেলে আবেদনকারীকে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। যেমন আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার নিচে। তার পাশাপাশি আবেদনকারী ছাত্র-ছাত্রীদের অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হতে হবে।

কিভাবে করবেন আবেদন?

রাজ্য সরকারের এই তরুণের স্বপ্ন প্রকল্পে, নাম নথিভুক্ত করণের জন্য আবেদনকারী কে আলাদা করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে না। প্রতিটি স্কুলের তরফেই অনুদানের উপযুক্ত ছাত্র ছাত্রী কে বাছাই করে ও তাঁদের বিবরণ নথিভুক্ত করা হয়। নির্বাচিত ছাত্রছাত্রী সরকারি তরফে ১০ হাজার টাকার অনুদান পাবেন যা দিয়ে মোবাইল, ট্যাবলেট ইত্যাদি ক্রয় করতে পারবেন।

তরুণের স্বপ্ন বিষয়ক যাবতীয় তথ্য পেতে ক্লিক করুন https://govtschemes.in/west-bengal-taruner-swapna-scheme#gsc.tab=0 ওয়েবসাইটটিতে।

Leave a Reply