আমার বাংলা ডেস্ক : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এবারও জেলা স্বাস্থ্য দফতরে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হলো।
পদের নাম- ASHA Worker (আশাকর্মী)
মোট শূন্যপদ- ৪৬৭ টি। (প্রতিটি ব্লকের শূন্যপদের সংখ্যা অফিসিয়াল নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা।)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ মহিলা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের এবং গ্রামের বাসিন্দা হতে হবে।
মাসিক ভাতা- রাজ্য সরকারের বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী বর্তমানে আশা কর্মীদের মাসিক ভাতা হল ৫,৫০০/- টাকা। ব্লক এলাকা অনুযায়ী বিভিন্ন জায়গায় ভাতার পরিমাণ ভিন্ন হতে পারে।
বয়সসীমা- উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা সর্বনিম্ন ২২ বছর বয়স থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।